এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনআরসি আন্দোলন কি তৃণমূলের পালে হাওয়া ফিরিয়ে দিচ্ছে? বাড়ছে জল্পনা

এনআরসি আন্দোলন কি তৃণমূলের পালে হাওয়া ফিরিয়ে দিচ্ছে? বাড়ছে জল্পনা

লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে তৃণমূলের অবস্থা খুব একটা ভাল ছিল না। কেননা এই উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে আটটিতেই হার হয়েছে শাসকদলের। যেখানে প্রবল উত্থান ঘটেছে গেরুয়া শিবিরের। যার পরেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছিল, এই উত্তরবঙ্গে হয়ত বা তৃণমূলের ধ্বস নামতে শুরু করল। কিন্তু এবার যেন সেই উত্তরবঙ্গেই তৃণমূল কিছুটা আশা দেখতে শুরু করল। প্রায় দুমাস আগে কালো টাকা ফেরতের দাবিতে মিছিল অনুষ্ঠিত করা হলেও সেখানে আশাব্যঞ্জক জনসমাগম হয়নি।

যার জেরে শাসক দলের নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু কিছু সময় কাটতে না কাটতেই নাগরিকপঞ্জিকে ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই নিজেদের পালে হাওয়া আনতে ব্লক ভিত্তিক জনসভা ডাকছে শাসকদল। সূত্রের খবর, গত সোমবার রাতে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে যে, দুই মন্ত্রীকে নিয়ে ধুপগুড়ি এবং জলপাইগুড়ি সদর ব্লকে সভা করা হবে। যার মূল বিষয় হল এনআরসি।

প্রসঙ্গত, এনআরসি তালিকা অসমে প্রকাশ হতেই এই এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়িছাড়া হওয়ার তীব্র আতঙ্ক তৈরি হয়। তবে সাধারণের সেই আতঙ্ক কাটাতে জেলা জুড়ে বিভিন্ন সভা-সমিতি করা হয়। কিন্তু তা সত্ত্বেও সেই আতঙ্কে তিনজন মানুষ আত্মহত্যা করেন বলে অভিযোগ। আর এবার এই এনআরসি ইস্যুতে যেভাবে শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে, তাতে সেই তরজাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ভোটব্যাংককে নিজেদের পালে আনতে মাঠে নেমে পড়েছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের ময়নাগুড়ি সভায় তৃণমূলের জেলা নেতারা ব্যাপক জনসমাগম করে দেখিয়ে দিয়েছেন। যার ফলে অনেকেই মনে করছেন, এই এনআরসি এবার জলপাইগুড়িতে তৃণমূলকে অনেকটাই অক্সিজেন জোগালো। এদিন এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “মানুষ আবার আমাদের দিকে ফিরতে শুরু করেছেন। জেলার সমস্ত প্রান্তে সভা হবে।”

এদিকে এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি দেবাশিস চক্রবর্তী বলেন, “তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আগামী 1 অক্টোবর আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ কলকাতায় এসে যা বলার বলবেন।” সব মিলিয়ে এবার এনআরসি নিয়ে তৃণমূল জলপাইগুড়িতে কিছুটা অক্সিজেন পেরেও এখন তাদের সেই অক্সিজেন কতদিন টিকে থাকে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!