এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > যেভাবে দল চলছে তাতে চরম ক্ষুব্ধ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা, মান ভাঙাতে আসরে খোদ টীম পিকে

যেভাবে দল চলছে তাতে চরম ক্ষুব্ধ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা, মান ভাঙাতে আসরে খোদ টীম পিকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আলিপুরদুয়ার জেলায় চলছে শাসকদল তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল। এদিকে আজ সোমবার আলিপুরদুয়ার জেলায় নতুন জেলা কমিটি গঠনের প্রায় দুমাস পরে জেলা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। দলের বিক্ষুব্ধ নেতারা আগেই জানিয়ে দিয়েছেন যে, তাঁরা এই বৈঠকে উপস্থিত হতে চান না। এই আবহে মাঠে নেমেছে টিম পিকে। জেলার বিক্ষুব্ধ নেতাদের অনেকেকে পিকে টিমের পক্ষ থেকে ফোন করে বৈঠকে উপস্থিত হওয়ার ব্যাপারে জানানো হলো। তবে, এরপরেও বেশ কিছু নেতা বৈঠকে উপস্থিত হচ্ছেন না বলে জানিয়েছেন।

গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির কাছে পরাস্ত হয়েছিল তৃণমূল। এরপর দলের জেলা নেতৃত্বের পরিবর্তন করা হয়। সে সময় থেকেই শুরু হয় গোষ্ঠী কোন্দল। এরপর চলতি বছরের অক্টোবর মাসে নতুন জেলা কমিটি গঠন করা হলে, গোষ্ঠী কোন্দল আরো তীব্র আকার ধারণ করে। জেলার বেশ কিছু নেতা জেলা কমিটির পদ ছেড়ে দেওয়ার ঘোষণা পর্যন্ত করেন। কোন কোন নেতা দলের প্রতি বিদ্রোহ করে দল ছাড়ার কথাও ঘোষণা করেন।

আজ সোমবার দলের নতুন জেলা কমিটি গঠনের প্রায় দু’মাস পর কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে যোগদানের জন্য জেলা কমিটির সমস্ত পদাধিকারীকে দলের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু দলের বিক্ষুব্ধ অনেক নেতাই জেলা কমিটির প্রথম বৈঠকে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন। এবার জেলা কমিটির প্রথম বৈঠকে সকলকে উপস্থিত করে আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে এল টিম পিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের প্রতি ক্ষুব্ধ হয়ে থাকা জনৈক শীর্ষ নেতা গতকাল রবিবার জানিয়েছেন যে, তিনি পিকে টিমের পক্ষ থেকে ফোন পেয়েছেন। কিন্তু আজকের বৈঠকে তিনি যেতে ইচ্ছুক নন। অপর একজন নেতা জানিয়েছেন যে, সম্প্রতি জেলায় জেলায় যেভাবে চলছে শাসকদল তৃণমূল। তার ফলে দলের নেতাদের অনেকেই দলের বিরুদ্ধে ক্ষুব্দ। এই অবস্থা দূর করতে আগে গোটা পরিস্থিতির বদল করা প্রয়োজন। জেলার শীর্ষ নেতৃত্বের উপরেই তার দায়িত্ব পড়ে।

অন্যদিকে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আশিস দত্ত। আজকের বৈঠকে তিনি উপস্থিত হবেন না, সে কথা তিনি গতকাল রবিবার জানিয়েছেন। অন্যদিকে প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মা বৈঠকে উপস্থিত হবেন না, এমন কথাও শোনা যাচ্ছে। বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে গতকাল মোহন শর্মাকে সাংবাদিকরা ফোন করলে, তিনি জানিয়েছেন যে, তিনি বাইরে আছেন।

কিন্তু আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানালেন যে, পিকের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। তাই তারা কি কাজ করছেন? তা তিনি জানেন না। আজকের বৈঠকে কারা উপস্থিত থাকবেন? কারা থাকবেন না? তা বৈঠকের সময়ই বোঝা যাবে। তবে তৃণমূল নেতাদের মধ্যে অনেকে আশা করছেন যে, আজকের বৈঠকে জেলা কমিটির অনেকেই উপস্থিত থাকবেন। পিকের প্রচেষ্টা কতটা সফল হয় সেদিকেই দৃষ্টি সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!