এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে ফেরার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভ্রাংশু রায়, কী বললেন তিনি?

তৃণমূলে ফেরার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভ্রাংশু রায়, কী বললেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিজেপি থেকে পিতা-পুত্র মিলে এসে যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। কথা হচ্ছে, মুকুল রায় এবং শুভ্রাংশু রায়কে নিয়ে। দীর্ঘদিন পর মুকুল এবং শুভ্রাংশু আবারও ফিরে এলেন তৃণমূলে। কিছুদিন যাবতই বিজেপিতে শুভ্রাংশু রায়কে বেসুরো হতে দেখা গিয়েছিল। প্রথমত শুভ্রাংশু রায়ের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে, যেখানে শুভ্রাংশু বিজেপির আত্মসমালোচনা করার কথা বলেছিলেন। এবং তারপরে শুভ্রাংশু রায়ের মাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেইসময় থেকেই গুঞ্জন তীব্র হয় মুকুল এবং শুভ্রাংশু তৃণমূলে আসতে চলেছেন বলে।

এতদিন যাবৎ মুকুল রায় এবং শুভ্রাংশু রায় দলবদলের ব্যাপার নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও হঠাৎ করেই গতকাল দুপুরে জানা যায় মুকুল রায় এবং শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দিতে আসছেন। আর তার 24 ঘন্টা পরে শুভ্রাংশু রায় মুখোমুখি হলেন সাংবাদিকদের। একের পর এক প্রশ্ন করেন সাংবাদিকরা এবং তার উত্তরও শুভ্রাংশু রায় দেন। তবে প্রথম থেকেই শুভ্রাংশু রায় তাঁর মায়ের অসুস্থতাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি জানান তার মায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক। এখানকার ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন। তবে তাঁর মাকে চেন্নাইতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে শুভ্রাংশু রায় জানান, তাঁদের পরিবারের খারাপ সময়ে সবসময় পাশে এসে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা অবশ্য শুভ্রাংশু আগেও জানিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই বলতে শুরু করেছেন, মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন ঠিকই কিন্তু এবার কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে তিনি আর রক্ষা পাবেননা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভ্রাংশু এ প্রসঙ্গে জানিয়েছেন, যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের পাশে দাঁড়ান ঠিক সেভাবেই তাঁর বাবা মুকুল রায়ের পাশেও দাঁড়াবেন নেত্রী মমতা ব্যানার্জ্জী। একই সাথে শুভ্রাংশু সাপ্লিমেন্টরি চার্জসিটের প্রসঙ্গ তোলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভ্রাংশু জানান, যেভাবে একটি রাজনৈতিক দল ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর বারংবার হয় 356, না হলে কেন্দ্রীয় এজেন্সি, না হলে সংখ্যালঘু বিষয় নিয়ে বিব্রত করা হচ্ছে। আর তা মানুষ ভালো চোখে নিচ্ছেনা। এই কারণগুলি দেখিয়ে রায় পরিবারও যে গেরুয়াশিবির ত্যাগ করেছেন, সে কথাও বলেন শুভ্রাংশু। বিজেপির সমস্যা নিয়ে তাঁর কাছে যখন প্রশ্ন করা হয়, শুভ্রাংশু সুস্পষ্টভাবে জানান, মানুষ জাতপাত ,ধর্মের ভেদাভেদ মেনে নিতে পারেনি আর সেকারণেই রায় গিয়েছে তৃণমূলের পক্ষে।

তবে অসুস্থ মাকে সুস্থ করে তোলাই যে এই মুহূর্তে শুভ্রাংশের মূল লক্ষ্য, সে কথা তিনি জানান। গতকাল মুকুল এবং শুভ্রাংশু রায় তৃণমূলে যোগদান করার পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে, আগামীদিনে তাঁরা দলে কোন পদে আসবেন তা নিয়ে। এক্ষেত্রে অনেকেই অনুমান করছেন শুভ্রাংশু রায়কে উপনির্বাচনের লড়াইতে নামানো হতে পারে। তবে আপাতত শুভ্রাংশু এ ব্যাপারে নজর দিতে যে রাজি নন সেটা স্পষ্ট জানিয়েছেন। সবার এইমুহুর্তে প্রার্থনা, শুভ্রাংশু রায়ের মা যেন তাড়াতাড়ি সুস্হ হয়ে ওঠেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!