এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিতেই বিক্ষুব্ধ কর্মীদের নির্দল প্রার্থীর ঘোষণা, ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে

তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিতেই বিক্ষুব্ধ কর্মীদের নির্দল প্রার্থীর ঘোষণা, ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্যাপক টালবাহানার পর বিজেপিতে যোগদান করলেন আসানসোলের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত, এর আগেও জিতেন্দ্র তিওয়ারি রাতারাতি তৃণমূল ছেড়ে দেন। কিন্তু গেরুয়া শিবিরে প্রবেশের আগেই তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা নেত্রীও জিতেন্দ্র তিওয়ারির দলে প্রবেশ মানতে পারেননা। ফলস্বরূপ, তড়িঘড়ি জিতেন্দ্র তিওয়ারি আবার তৃণমূলে প্রবেশ করেন। তবে তৃণমূলে এবার প্রবেশ করলেও তাঁকে হারাতে হয় দলের গুরুত্বপূর্ণ বেশকিছু পদ। খুব স্বাভাবিকভাবেই দলে গুরুত্ব হারিয়ে ক্রমশ দলে কোণঠাসা হয়ে পড়েন জিতেন্দ্র।

তাই মন খুলে কথা বলতে না পেরে এবার তিনি গেরুয়া শিবিরে। তবে বিতর্ক কিন্তু এখনও থামেনি। নিজের এলাকাকে তৃণমূলশূন্য করবেন বলে গতকালই শপথ নিয়েছিলেন জিতেন্দ্র। কিন্তু এক রাতের মধ্যেই আসানসোলের প্রাক্তন মেয়র তথা এলাকার জনপ্রিয় নেতা জিতেন্দ্র তিওয়ারি নিচু তলার কর্মীদের ব্যাপক ক্ষোভের শিকার হলেন। বরাবরই আসানসোল অঞ্চলে বিজেপি কর্মীরা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে গেছেন। এহেন তৃণমূল নেতার বিজেপিতে যোগদান দলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসংগত, বিজেপির পক্ষ থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন সম্পন্ন হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। দেওয়াল জুড়ে পদ্ম চিহ্নে জিতেন্দ্র তিওয়ারির নাম লেখা হবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এবার বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা রাতারাতি দেওয়াল মুছে লিখে দিলেন পাণ্ডবেশ্বর বিধানসভায় নির্দল প্রার্থী দেওয়া হবে। এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক প্রদীপ চক্রবর্তী বিজেপি কর্মীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি যে খুব একটা সুবিধার নয় সে কথা মেনে নিচ্ছেন সবাই।

অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, জিতেন্দ্র তিওয়ারি দলে যাওয়ার ফলে যেসব কর্মীরা বিক্ষুব্ধ হয়েছেন বিজেপিতে, তাঁদের তৃণমূল স্বাগত জানাচ্ছে। সূত্রের খবর, জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর নয় বরং উত্তর আসানসোল থেকে লড়ার সুযোগ পেতে চলেছেন। সেক্ষেত্রে বিজেপির ক্ষোভ প্রশমিত হওয়ার বদলে কিন্তু আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেই টিকিট পাওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপির দলীয় কোন্দল। সেক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে নতুন সমস্যার সৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। তবে ভোটের মুখে এধরনের অন্তর্কলহ দলে বড়সড় সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!