এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে বড় শিক্ষা দিলেন শীলভদ্র, গায়ে জ্বালা শুরু হতেই বিশৃঙ্খলা শাসকের!

তৃণমূলকে বড় শিক্ষা দিলেন শীলভদ্র, গায়ে জ্বালা শুরু হতেই বিশৃঙ্খলা শাসকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল বুঝতে পেরেছে, তাদের জনভিত্তি বলে কিছু নেই। তারা এবারের ভোটে বিপুল আসনে হারবে। সেই কারণে ভোটের দিন যেখানেই বিজেপি প্রার্থীরা যাচ্ছেন, সেখানেই তাদের দেখে বিক্ষোভ করতে শুরু করছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু এসবে দমে যাওয়ার দল অন্তত বিজেপি নয়। তাই তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি না মানার অভিযোগ পেয়েই বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে পৌঁছে গিয়েছিলেন শীলভদ্র দত্ত। আর তিনি প্রতিবাদ করতেই তৃণমূলের গায়ে জ্বালা ধরার সঙ্গে সঙ্গেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল।

সূত্রের খবর, এদিন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত খবর পান, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 62 নম্বর বুথে ১০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে। যা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল বলেই অভিযোগ। আর তার সাথে সাথেই তিনি এলাকায় পৌঁছে যান। এদিকে তৃণমূলের কারসাজি বিজেপি প্রার্থী ধরে ফেলার সঙ্গে সঙ্গে শাসকদলের পক্ষ থেকে চরম অসভ্যতা শুরু করা হয়। তারা বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। যা এই ভোটে তৃণমূলের অন্যতম স্ট্র্যাটেজি এবং নোংরামো বলেই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!