এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের নেতা-মন্ত্রীদের বড় বার্তা, ২৬ এর লক্ষ্যে কড়া পদক্ষেপ অভিষেকের!

তৃণমূলের নেতা-মন্ত্রীদের বড় বার্তা, ২৬ এর লক্ষ্যে কড়া পদক্ষেপ অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা নির্বাচনে তৃণমূল এই রাজ্যে ২৯ টি আসন পেলেও, বেশ কিছু পৌরসভা এলাকা রয়েছে, যেখানে তারা পিছিয়ে রয়েছে। এমনকি অনেক বিধানসভাতেও তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে আবার যে বেশি করে মানুষের জন্য কাজের ক্ষেত্রে নজর দিতে হবে, তা স্পষ্ট করে দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে গতকাল একটি টুইট করে দলের কাছ থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘনিষ্ঠ মহলে তিনি যে কথা বলেছেন, তা অলস নেতা কর্মীদের কাছে অত্যন্ত দুঃসংবাদ বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে একটি কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হয় কাজ করতে হবে, ত না হলে পদ থেক সরে যেতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর পৌঁছেছে যে, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা মানুষের জন্য সঠিকভাবে কাজ করছে না। আর তার ফলেই লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পেলেও, বিধানসভা ভিত্তিক ফলাফল ভালো হয়নি। তাই একদম নীচুতলা থেকে শুরু করে উপর তলার মন্ত্রীস্তর পর্যন্ত সকলকেই যে মানুষের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তা না হলে সরে যেতে হবে পদ থেকে, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঘনিষ্ঠ মহলে তার এই বার্তা দলীয় স্তরে কবে থেকে সরকারি ভাবে লাগু হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!