এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > টুলকিট নিয়ে ব্যাপক তরজা জাতীয় রাজনীতিতে, সৌজন্যে কংগ্রেস ও বিজেপি

টুলকিট নিয়ে ব্যাপক তরজা জাতীয় রাজনীতিতে, সৌজন্যে কংগ্রেস ও বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সেন্ট্রাল ভিস্তা নিয়ে। কেন্দ্রীয় বিজেপি সরকারকে সেন্ট্রাল ভিস্তার কারণে একের পর এক কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। দেশজুড়ে করোনার সংক্রমণ যেখানে লাগাতার বেড়ে চলেছে, অক্সিজেনের প্রবল চাহিদা দেখা যাচ্ছে, রেমডিসিভির পাওয়া যাচ্ছেনা, সেখানে ব্যাপক অর্থ ব্যয় করে সেন্ট্রাল ভিস্তা তৈরিতে যথেষ্ট কটাক্ষের সামনাসামনি হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। মূলত আক্রমণের নিশানায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পাল্টা বিজেপি এবার কংগ্রেসের বিরুদ্ধে ময়দানে নেমেছে টুলকিট নিয়ে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে।

একদিকে যেখানে বিজেপি দাবি করছে, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট সম্পর্কীয় যাবতীয় আসল ডেটা তৈরি করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেসের পাল্টা দাবি পুরোপুরি মিথ্যা কথা বলছে মোদি সরকার। প্রসঙ্গত কংগ্রেস দাবি করেছে, করোনা নিয়ে মোদি সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা তা লুকাতেই এই ফেক টুলকিট প্রসঙ্গ উত্থাপন করছে বিজেপি এবং দায়ভার চাপাচ্ছে কংগ্রেসের ওপর। এদিন দিল্লিতে শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের দাবি, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে যে টুলকিটকে হাতিয়ার করছে, আদ্যোপান্ত তা জাল। এ প্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে রণদীপ সূরযেওয়ালা পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন, সম্বিৎ পাত্রর বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেছেন, বিজেপি মুখপত্র সম্বিত পাত্রকে এবার জেলে যেতে হবে। রণদীপ সূরযেওয়ালা জানিয়েছেন, সেন্ট্রাল ভিস্তার ডকুমেন্ট তাঁদের। সেটাকেই জাল করে সম্বিৎ পাত্র মেটাডাটা বিষয়ক তথ্য পেশ করছেন যা কার্যত মিথ্যে। অন্যদিকে সম্বিত পাত্র জানিয়েছেন, সেন্ট্রাল ভিস্তা নথিতে যে ন্যূনতম তথ্য দেওয়া হয়েছে, যেমন- লেখকের নাম, ক্রিয়েশন সাইজ, ফাইল সাইজ তার সমস্তটাই কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত। বিতর্কিত টুলকিট কংগ্রেসের গবেষণাগার থেকেই এসেছে বলে অভিযোগ সম্বিত পাত্রের।

কংগ্রেসের অভিযোগ, টুলকিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির নেতারা। রাহুল গান্ধীর পক্ষ থেকে তুলকিট প্রসঙ্গে কিছু বলা না হলেও মোদি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সবমিলিয়ে কেন্দ্রে বিজেপি বনাম কংগ্রেস তরজা সেন্ট্রাল ভিস্তা প্রসঙ্গে চরমে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপাতত সেন্ট্রাল ভিস্তা তৈরি হওয়ায় যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, তার জন্য সেন্ট্রাল বিস্তার ছবি না তোলার নির্দেশ জারি করা হয়েছে। সব মিলিয়ে সেন্ট্রাল ভিস্তা বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!