এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্র খুনে অভিযুক্তের সঙ্গে উদয়ন গুহের ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

ছাত্র খুনে অভিযুক্তের সঙ্গে উদয়ন গুহের ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া


একের পর এক অভিযুক্তের সাথে শাসকদলের নেতার ছবি ঘিরে ক্রমশ উত্তাল হচ্ছে কোচবিহারের দিনহাটা। প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই দিনহাটায় অত্যাধুনিক কার্বাইন সহ আটিয়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর একটি ছবি ফেসবুকে পোস্ট হলে তা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়। আর এরপরই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে এই ঘটনার কদিন পরই সম্প্রতি দিনহাটা 2 ব্লকের শাসকদলের এক যুবনেতার পাশে অস্ত্রসহ এক যুবকের ছবি ফের ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এই দুই ঘটনা নিয়ে যখন জেলা রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, ঠিক তখনই সেই বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করে ছাত্র খুনে অভিযুক্ত পিঙ্কু নন্দীর পাশে দেখা গেল দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে।

জানা যায়, কদিন আগেই খুন হতে হয় দিনহাটার কলেজ ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী অলক নিতাই দাসকে। আর এরপরই এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পিঙ্কু নন্দীর দিকে। আর সেই পিঙ্কু নন্দীকেই তৃণমূল বিধায়ক উদয়ন গুহর পাশে এক ছবিতে দেখা গেলে এবার তুমুল বিতর্ক ছড়ালো জেলায়।

যে প্রসঙ্গে এই দিন সেই মৃত ছাত্র অলক নিতাই দাসের দাদা গৌরাঙ্গ দাস বলেন, “আমার ভাইয়ের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নেতাদের সাথে একই ছবিতে তাদের দেখা যাচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তারই করছে না।”

কেন এইভাবে সেই দোষীর পাশে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি? এদিন এই প্রসঙ্গে দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “পিঙ্কু নন্দীর সাথে আমার ছবি থাকতেই পারে। জনপ্রতিনিধি হওয়াতে প্রচুর লোক আমার সাথে ছবি তোলে। তাই প্রত্যেকের সম্পর্কে জানা সম্ভব নয়।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে পুলিশ কর্তাদের মতে, উদয়নবাবুর সাথে এই ছাত্র খুনে অভিযুক্ত পিঙ্কু নন্দীর ছবি অনেক পুরনো। দ্রুত অলোক নিতাই দাস খুনে দোষীদের গ্রেপ্তার করা হবে বলেও এ দিন আশ্বাস দিয়েছে দিনহাটা থানা। সব মিলিয়ে একের পর এক শাসকদলের হেভিওয়েট নেতাদের সাথে অপরাধীদের ছবি প্রকাশ্যে আসায় লোকসভা ভোটের আগে বড়ই চাপে দিনহাটার শাসকদলের নেতৃত্বরা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!