এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলার নতুন হটস্পট কি হতে চলেছে উলুবেড়িয়া? যুবকের কান্ড ঘিরে ছড়ালো চূড়ান্ত আতঙ্ক!

বাংলার নতুন হটস্পট কি হতে চলেছে উলুবেড়িয়া? যুবকের কান্ড ঘিরে ছড়ালো চূড়ান্ত আতঙ্ক!


করোনা আবহে অতিরিক্ত রকমের ভয়ে আছে বঙ্গবাসী। প্রথমদিকে রাজ্য সরকার জানিয়েছিল বাংলায় সেভাবে করোনা আক্রান্ত বা মৃতের সংখ্যা সেভাবে বাড়ে নি। যদিও তা নিয়ে তীব্রভাবে সোচ্চার হয়েছিল বিরোধীরা। রাজ্য সরকার তথ্য গোপন করছে বলেও উঠেছিল অভিযোগ। এরপরেই রাজ্যে আসে কেন্দ্রের একটি বিশেষ দল। আর তারপরেই কার্যত নিজেদের ‘ভুল’ শুধরে নেয় রাজ্য সরকার!

ফলে বিগত বেশ কয়েকদিনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বেড়েছে রেডজোন থেকে কন্টাইনমেন্টের সংখ্যাও। আর সেই আবহেই এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে উলুবেড়িয়া ঘিরে। সেখানকার এক স্থানীয় যুবকের কান্ড ঘিরে তীব্র আতঙ্কে এলাকাবাসী। সতাহনীয় সূত্রের খবর, উলুবেড়িয়ার ২৫ নম্বর ওয়ার্ডের এক যুবক দিন গুজরান করে কাগজ কুড়িয়ে। সেই কাগজ কুড়োতে গিয়েই সে হাতে পায় একটি পরিত্যক্ত পিপিই কিট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে সে বাড়ি নিয়ে আসে এবং পরবর্তীকালে সেটা পরেই চষে বেড়ায় গোটা এলাকা। সাধারনের পানীয় জল ব্যবহার করে, বসার জায়গা ব্যবহার করে! ঘটনা নজরে আসতেই এলাকাবাসী যুবককে চেপে ধরে পুরো ঘটনা জানতে পারে। সাথে সাথে তাকে ওই পরিত্যক্ত পিপিই কিট খোলানো হয়। খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। খবর পেয়েই প্রশাসন ওই যুবকের পরিবারের ৪ সদস্য সহ মোট ৭ জনকে আইসোলেশন পাঠায়। শুরু হয় এলাকায় স্যানিটাইজেশনের কাজ। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না।

কেননা স্বাস্থ্যকর্মীদের সূত্রে জানা গেছে ওই যুবকের পরিবারের কয়েকজনের ইতিমধ্যেই জ্বর ধরা পড়েছে। ফলে, ইতিমধ্যেই ওই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। যদিও ইতিমধ্যেই স্থানীয় পুরসভার তরফে জানানো হয়েছে, এলাকা জীবাণুমুক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, পাঠানো হয়েছে মেডিক্যাল টিমও। পুরসভা পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি অযথা আতঙ্কিত হতেও মানা করেছে। কিন্তু তা সত্ত্বেও যতক্ষন না ওই পরিবার সুস্থ বলে খবর আসছে – কিছুতেই যেন ভয় কাটছে না এলাকাবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!