গুজব উড়িয়ে ঐক্যের চেনা ছন্দেই ধরা দিলেন দিলীপ ঘোষ ও মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 6, 2017 সকল থেকেই কিছু ‘বিশেষ’ সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে মুকুল রায়ের সংযুক্তিকরন প্রক্রিয়ায় রীতিমত ‘অপমানিত’ বোধ করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তিনি সভাপতি পদে পদত্যাগ করে ফিরে যেতে চান তাঁর আরএসএসের কর্মকান্ডে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। মুকুল রায়কে রাজ্য সদর দপ্তরে বরণ করে নেওয়া থেকে সাংবাদিকদের মুখোমুখি করানো সবেতেই দিলীপবাবু দেখালেন পরম আন্তরিকতার ছোঁয়া। পাল্টা সৌজন্যে ভরিয়ে দিতে কসুর করেননি মুকুল বাবুও। ভরা সাংবাদিক বৈঠকেই তিনি জানিয়ে দেন কেন্দ্রীয় স্তরে অমিত শাহ তাঁর ক্যাপ্টেন হলেও রাজ্যে তাঁর ক্যাপ্টেন হবেন দিলীপ ঘোষই। দিলীপবাবু ও তাঁর টীম গত দুবছর ধরে যে ভিত তৈরি করেছেন তার উপর ভিত্তি করেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলায় আরেকবার পরিবর্তন করতে চান। আর এই ঐক্যের ছবি সামনে আসতেই আবেগের বাঁধ ভেঙ্গেছে বিজেপি কর্মী-সমর্থকদের। আপনার মতামত জানান -