এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের মান সম্মান নেই” ফের বিস্ফোরক এই হেভিওয়েট!

“পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের মান সম্মান নেই” ফের বিস্ফোরক এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের পর বিজেপির অনেক বিধায়ককে তৃণমূলে যুক্ত হতে দেখা গেছে। তবে তারপর তাদের বিধায়ক পদ খারিজের জন্য বিজেপির পক্ষ থেকে আবেদন করা হলেও সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ। এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ দলদাসের মতো আচরণ করছেন বলেও দাবি করতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে।

আর এই পরিস্থিতিতে এবার বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করে তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ দাসের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে বিধানসভার অধ্যক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের মান সম্মান বলে কিছু নেই। অন্য কোনোখানে হলে বিধায়ক পদ খারিজ হয়ে যেত।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে একদল থেকে ভোটে জিতে অন্য দলে যোগদান করার পরেও, তার বিধায়ক পদ থাকে কি করে, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সুকান্ত মজুমদার। আর সেই ব্যাপারেই বিধানসভার অধ্যক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!