এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপাচার্যকে ঘেরাওয়ের হুমকি, ফের বিতর্কে অনুব্রত!

উপাচার্যকে ঘেরাওয়ের হুমকি, ফের বিতর্কে অনুব্রত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের বিতর্কে মুখে পড়লেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। অতীতে নানা বিষয়ে মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে তাকে। আর এবার বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করে রাখার কথা বলে শোরগোল ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুগত সৈনিক। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বীরভূম সহ গোটা রাজ্য জুড়ে। এভাবে একজন উপাচার্যের বিরুদ্ধে মন্তব্য করা কি সমীচীন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।সূত্রের খবর, এদিন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হন সেখানকার অধ্যাপকরা। আর তারপরেই রীতিমতো বিশ্বভারতীর উপাচার্যকে তিনদিন ঘেরাও করে রাখার হুংকার দেন অনুব্রত মণ্ডল।

তিনি বলেন, “2 সেপ্টেম্বর উপাচার্যকে তার বাড়িতে তিন দিনের বেশি ঘেরাও করে রাখা হবে। আমরা তৃনমূল কংগ্রেস পূর্ণ সমর্থন করব। পাগল ভিসির পাগলামো ছাড়াতে হবে। একনাগাড়ে তিন দিন তাকে ঘেরাও করে রাখা হবে। দেখি কি করতে পারে! পারলে আটকাবে।” বলা বাহুল্য, এর আগেও একাধিক বিষয়ে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডকে। আর এবার সেই উপাচার্যকে ঘেরাও করে রাখার কথা বলে বীরভূম জেলা তৃনমূলের সভাপতি চাপের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, এর আগে চরাম চরাম ঢাক থেকে শুরু করে গুড় বাতাসা, নানা বিষয়ে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। যা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। বিরোধীদের হাতে তুলে দিয়েছিল বাড়তি হাতিয়ার। আর এবার বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করে রাখার কথা বলে সেই অনুব্রত মন্ডল বিতর্কে কেন্দ্রবিন্দুতে উঠে এলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!