এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনে বড় হারের পর গেরুয়া শিবিরে বেসুরোদের সংখ্যাধিক্য, একাধিক অভিযোগসহ মুখ খুললেন সাংসদ

উপনির্বাচনে বড় হারের পর গেরুয়া শিবিরে বেসুরোদের সংখ্যাধিক্য, একাধিক অভিযোগসহ মুখ খুললেন সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গেরুয়া শিবিরের একাধিক নেতা বেসুরো হয়েছিলেন। আর এবার পরপর দু’দফায় উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর গেরুয়া শিবিরের অন্দরে কিন্তু অশান্তি মাথাচাড়া দিচ্ছে। একাধিক দৃষ্টিকোণ থেকে এই হারের পর্যালোচনা চলছে। পাশাপাশি তদন্তের কাটাছেঁড়ায় উঠে আসছে বিভিন্ন তথ্য। ইতিমধ্যে 4 কেন্দ্রে যেভাবে বিজেপি হেরে গিয়েছে, তাতে হারের কারণ হিসেবে সন্ত্রাস হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সহ অনেকেই।

অন্যদিকে এই সুবিশাল হারের পেছনে দলীয় নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুললেন এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ বিজেপির অন্যতম নেতা জয় বন্দ্যোপাধ্যায়। কার্যত গতকাল শান্তিপুর, খড়দহ, গোসাবা এবং দিনহাটা কেন্দ্রে যেভাবে বিজেপি মুখ থুবড়ে পড়েছে তাতে আর ধৈর্য রাখতে পারেননি সৌমিত্র খাঁ। বরং তিনি দলের শীর্ষ নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। প্রকাশ্যে সৌমিত্র খাঁ জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কারো সঙ্গে কারোর মিল নেই। আর তারই প্রতিফলন ঘটেছে উপনির্বাচনে। পাশাপাশি বাংলা থেকে যে চারজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাঁদের দিকেও আঙুল তুলেছেন সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যাপক প্রভাব যে জনমানসে পড়েছে, সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। অন্যদিকে একইভাবে দলের ভাঙন এবং ভোটে যে বিশাল বিপর্যয় ঘটেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তথাগত রায়। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরে অন্যতম বেসুরো নেতা হলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনিও উপনির্বাচনে বিজেপির এই হারের জন্য কটাক্ষ করতে ছাড়েননি। তিনি জানিয়েছেন, বিজেপি যতদিন না বিভেদের রাজনীতি ও প্রচার বন্ধ করবে ততদিন বাংলায় তাঁদের কিছু হবেনা।

কারণ বাংলার মানুষ প্রগতি এবং উন্নয়ন চায়। অন্যদিকে দলের একটা বড় অংশের অনুমান, যেভাবে বিজেপি উপনির্বাচনের প্রচার চালিয়েছে, তা সাধারণ মানুষের ওপর একদমই প্রভাব বিস্তার করেনি। কার্যত রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উপনির্বাচনের এই ফলাফল গেরুয়া শিবিরে আরো একবার বড়সড় ফাটল ধরাতে পারে। আর সে কথা খুব ভালভাবেই জানে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই এবার পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করবেন দলের নেতৃত্ব, সেদিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!