এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তপ্ত ভাঙরে ক্ষমা প্রার্থনা আরাবুল পুত্রের, ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল!

উত্তপ্ত ভাঙরে ক্ষমা প্রার্থনা আরাবুল পুত্রের, ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত উত্তপ্ত ছিল ভাঙ্গর। মুহুর্মুহু বোমাবাজি, গুলির আওয়াজ আতঙ্কগ্রস্ত করে রেখেছিল এলাকাবাসীকে। বিরোধীদের পক্ষ থেকে গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল অবশ্য সেই ঘটনাকে পাত্তা দেয়নি।

তবে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম। অনেকে বলছেন, উত্তপ্ত ভাঙরের পরিস্থিতি নিয়ে রীতিমত ক্ষিপ্ত স্বয়ং রাজ্যপালও। তাই পঞ্চায়েত নির্বাচনে যদি ঠিকমতো ভোট হয়, তাহলে ভাঙ্গরের মতামত তৃণমূলের বিরুদ্ধে চলে যেতে পারে। যার জন্য দলীয় সভা থেকে মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন তৃণমূল নেতার ছেলে।

প্রসঙ্গত, এদিন একটি কর্মী সভায় উপস্থিত হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলাম। আর সেখানেই সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা যায় আরাবুলবাবুর ছেলেকে। তিনি বলেন, “তৃণমূল কর্মীরা যদি কোনো ভুল করে থাকে, তাহলে তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।”

তবে ভোটের মুখে এসে তৃণমূল নেতার ছেলে সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করলেও তাতে চিড়ে ভিজবে না বলেই দাবি করছে বিরোধীরা। তাদের বক্তব্য, সারা বছর সন্ত্রাস করে যারা মানুষের কণ্ঠরোধ করে, তারা ভোটের সময় কোকিল কন্ঠী হলেও সাধারণ মানুষ তাদের বিশ্বাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ কেন ভোট দেবে।

এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই তো ভরসা রেখে মানুষ বারবার তৃণমূলকে সমর্থন করেছে। তবে ওপর তলা থেকে নির্দেশ না এলে কেন ভাঙরে এত বোমাবাজি হচ্ছে! কেন এত অশান্তির পরেও অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়! তাই হাকিমুল ইসলাম ভোটের সময় সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলেও মানুষ তাতে সাড়া দেবেন না বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!