এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শাহের বঙ্গ সফরের আগে একের পর এক হেভিওয়েট নেতার রুদ্ধদ্বার বৈঠক, ক্রমশ বাড়ছে জল্পনার তীব্রতা

শাহের বঙ্গ সফরের আগে একের পর এক হেভিওয়েট নেতার রুদ্ধদ্বার বৈঠক, ক্রমশ বাড়ছে জল্পনার তীব্রতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজোর আগেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 17 এবং 18 অক্টোবর উত্তরবঙ্গে সভা করবেন তিনি। আর তার আগে রাজ্য রাজনীতিতে এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিজেপির বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি বুঝে নিতে চাইছেন।

সূত্রের খবর, মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপির দপ্তরে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দ মেনন, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবেই দুই জেলাকে নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে এবার তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে।

কিন্তু কেন হঠাৎ এই রুদ্ধদ্বার বৈঠক? অমিত শাহের সফরের আগে বিজেপি নেতারা তাহলে কি সংগঠনের পরিস্থিতি বুঝে নিতে চাইছেন? জানা গেছে অমিত শাহের এই সফরে বেশকিছু হেভিওয়েট তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা তীব্র হয়েছে। স্বাভাবিক ভাবেই এমত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ি আগমনের আগে অরবিন্দ মেনন উত্তরবঙ্গের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে সেই ব্যাপারে কোনো নির্দেশ দিলেন কিনা, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

অনেকের মতে, অমিত শাহের সফরের আগেই তৃণমূলের যাতে ভাঙ্গন না ধরে এবং দলের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে আটকানো যায়, তার জন্য শিলিগুড়িতে চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোরকে সাথে নিয়ে বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনকে চাঙ্গা করার বার্তা দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন উত্তরবঙ্গে এসে অমিত শাহের সফরের আগে তৃণমূলকে টেক্কা দিতে পাল্টা দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে রণকৌশল স্থাপন করলেন বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গত লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছিল আটটি আসনের মধ্যে  সাতটি  আসন গিয়েছিল ভারতীয় জনতা পার্টির দখলে সে দিক থেকে তৃণমূল উত্তরবঙ্গ থেকে একটি আসন জয়লাভ করতে পারেনি তাই সেই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মাটিকে আর বিজেপির জন্য শক্তিশালী করতে পুজোর আগেই সেখানে আসতে চলেছেন অমিত শাহ। আর অমিত শাহ উত্তরবঙ্গে আসলে তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরবে বলে গুঞ্জন ছড়িয়েছে। এমত পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতা উত্তরবঙ্গের হেভিওয়েট নেতাদের সঙ্গে বৈঠক করে এখন থেকেই অমিত শাহের সফরের গুরুত্ব বোঝানোর উদ্যোগ নিলেন বলে মনে করা হচ্ছে।

কিন্তু কি আলোচনা হল এই বৈঠকে? এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বর্তমানে দুই জেলায় তৃণমূলের তুলনায় বিজেপির শক্তি অনেক বেশি। কোচবিহার এবং আলিপুরদুয়ারে শিগগিরই অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।” সব মিলিয়ে বিজেপির এই রুদ্ধদ্বার বৈঠক থেকে কি বেরিয়ে আসে এবং ভবিষ্যতে অমিত শাহের সফরে দলবদলের কোনো চমক থাকে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!