এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, কেন্দ্রকে তুলোধুনা করে কড়া চিঠি মমতার!

ভ্যাকসিন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, কেন্দ্রকে তুলোধুনা করে কড়া চিঠি মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলছে বাংলার বিধানসভা নির্বাচন। এমনিতেই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই এই মুহূর্তে এবার ভ্যাকসিন বন্টন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের মরসুমে করোনা ভাইরাস নিয়ে যখন বিপত্তি বাড়ছে, তখন ভ্যাকসিন প্রদান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “কিছুক্ষণ আগে দেখলাম, সেরামিক করেছে কি? কেন্দ্রীয় সরকারকে বলে 150 টাকা। রাজ্য সরকারকে বলছে 400 টাকায় দেবে। প্রাইভেটকে বলছে 600 টাকা। কেন এটা হবে? কেন এই বৈষম্য। আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
হঠাৎ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বৈষম্য হচ্ছে এবং তার বিরুদ্ধে তিনি যে কড়া চিঠি দিচ্ছেন কেন্দ্রকে, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি দেওয়াকে কেন্দ্র করে এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন বরাদ্দ নিয়েও যে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ চরম আকার ধারণ করবে, তা বলার অপেক্ষা রাখে না।
 বিশ্লেষকদের একাংশ বলতে শুরু করেছেন, ভোটের ময়দানে এমনিতেই বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকারকে বেশি বাংলার মানুষের পাশে রয়েছে, তা নিয়ে দুই দলের নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন কেন্দ্রীয় সরকারের গা ঢিলেমি মনোভাবের জন্যই এই ভাইরাস এই আকার ধারণ করেছে বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 আর তার মাঝেই এবার ভ্যাকসিন বরাদ্দ নিয়ে বৈষম্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যা ভোটের ময়দানে রাজনৈতিক দ্বৈরথের পাশাপাশি দুই দলের মধ্যেকার তরজা কার্যত ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে বলেই দাবি বিশেষজ্ঞদের।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!