এখন পড়ছেন
হোম > জাতীয় > এই গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনে হাওয়া কি বিজেপির দিকে ঘুরেই গেল? বাড়ছে জল্পনা

এই গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনে হাওয়া কি বিজেপির দিকে ঘুরেই গেল? বাড়ছে জল্পনা

রাজনীতির অংক বড়ই কঠিন। কখন যে কার পালে হাওয়া লাগবে তা একমাত্র ঠিক করতে পারে জনতা জনার্দনই। আর তাইতো যত দিন এগিয়ে আসছে দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলির, ঠিক ততই যেন রাজনৈতিক দলগুলির অন্দরে তৈরি হচ্ছে জোরালো জল্পনা। যেমন, ছত্রিশগড়। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এই রাজ্য। সারা দেশে বিজেপি বিরোধী মহাজোটে বহুজন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস এক থাকলেও এই ছত্রিশগড়ে ফাটল ধরেছে সেই মায়াবতী এব্ং রাহুল গান্ধীর সম্পর্কে।

সম্মানজনক আসনে তাদের লড়তে দেওয়া হচ্ছে না বলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অজিত যোগীর সাথে জোট করেছেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। আর এখানেই প্রবল চিন্তায় দিন গুনছে হাত শিবির। কেননা দলিত, তপসিলী এবং আদিবাসীদের একটা বিশাল অঙ্কের ভোটব্যাঙ্ক বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের ওপর ক্ষুব্ধ। আর তাই এই ভোটগুলি প্রথমে শুধুমাত্র কংগ্রেসের ঝুলিতে যাওয়ার কথা ভাবলেও এখন পাল্টাতে শুরু করেছে সমীকরণ।

রাজনৈতিক মহলের ধারণা দলিতপ্রেমি দল হওয়ায় অজিত যোগী এবং মায়াবতীর জোটেও এই দলিত আদিবাসী সমাজের কিছু ভোট পড়তে পারে। আর এই ভোট কাটাকাটিতে ফাঁকতালে দাও মারতে পারে গেরুয়া শিবির। যা নিয়ে প্রবল আশা তৈরি হয়েছে বিজেপির অন্দরেও। এমনকি বেশ কিছু আসনেই এই ছত্রিশগড়ে এবারে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ফলে সেইখানে দুই দলের ভোট কাটাকাটিতে ফুটতে পারে পদ্ম।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের তরফ এহেন ইঙ্গিত পেয়েই এবার মায়াবতীকে খোঁচা দিতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। তাদের দাবি, বিজেপির বন্ধু হিসেবেই এই ছত্রিশগড়ে প্রচার করছেন মায়াবতী। আর দুই দলের এই লড়াইয়ে আড়ালে থেকে নিজেদের ভিতকে আরও মজবুত করার চেষ্টায় গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, দিল্লি কার দখলে থাকবে তা যেমন উত্তর প্রদেশ দিয়ে ঠিক হয়, ঠিক তেমনি এই ছত্রিশগড় কার দখলে থাকবে তা ঠিক হয় বস্তার, দান্তেওয়াড়া, সুকমা, নারায়নপুর, বিজাপুরের মত আদিবাসী এলাকাগুলোর ফলাফল দেখেই। ফলে এই সমস্ত এলাকায় এখন কোন দল তাদের আধিপত্য বজায় রাখে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!