এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্কুল খুলতেই স্কুল বন্ধের দাবিতে উত্তাল বিদ্যালয় চত্বর

স্কুল খুলতেই স্কুল বন্ধের দাবিতে উত্তাল বিদ্যালয় চত্বর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকার পর আজ থেকে আবার স্কুলের দরজা খুলতে শুরু করেছে। আজ থেকে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেশিরভাগ বেসরকারি স্কুলে ক্লাস শুরু হলো। সম্প্রতি শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। আগামী জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই দুই বোর্ড পরীক্ষার্থীর জন্যই মূলত স্কুল খোলা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনও ক্লাস করতে পারে নি। মাধ্যমিক পরীক্ষার্থীরা আড়াই মাস ক্লাস করেছিল। কিন্তু আজ স্কুল খুলতেই বিপত্তি বাঁধলেন অভিভাবকেরা।

আজ স্কুল খোলার পর রুবি পার্ক এর ডিপিএস স্কুলে অভিভাবকেরা বিক্ষোভ দেখালেন। স্কুল বন্ধ করে দেয়ার দাবি জানালেন তাঁরা। স্কুল বন্ধ রেখে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। তাঁরা জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের করোনা সংক্রমণ দেখা দিলে বা করোনার কোন উপসর্গ দেখা দিলে, স্কুলের পক্ষ থেকে কোনো রকম দায়বদ্ধতা নিতে অস্বীকার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে করোনা সংক্রমন দূর না হলেও, স্কুল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বিধি সহ একাধিক বিষয়ের কথা জানানো হয়েছে। স্কুলে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, সরকার কঠোর নির্দেশিকা জারি করলেও অধিকাংশ স্কুলে সেই পরিকাঠামো নেই। আবার বেশ কিছু স্কুল অভিভাবকদের জানিয়ে দিয়েছে যে, শিক্ষার্থীরা করোনা সংক্রামিত হলে তার দায় স্কুল নেবে না। যে কারণে বেঁধেছে বিপত্তি। অন্যদিকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার সংখ্যা প্রায় ৪০ লক্ষ। এই অবস্থায় স্কুল যদি কোনো দায় না নেয়? তবে বড়োসড়ো বিপাকে পড়তে পারে এই পড়ুয়ারা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!