এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিব সেনার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের যুদ্ধে নতুন মোড়! কে এগিয়ে গেল যুদ্ধের ময়দানে?

শিব সেনার সঙ্গে কঙ্গনা রানাওয়াতের যুদ্ধে নতুন মোড়! কে এগিয়ে গেল যুদ্ধের ময়দানে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরোধ এবার আরও জোরদার হিতে চলেছে। ইতিমধ্যেই কঙ্গনার মুম্বাইয়ের অফিস ভাঙ্গা নিয়ে বেশ ভালোরকম জলঘোলা হয়েছে তাদের মধ্যে। এর সঙ্গে কঙ্গনা রানাওয়াতকে বিজেপির সহায়তা আরও উসকে দিয়েছে তাদের এই বিরোধ। তবে সম্প্রতি সেই যুদ্ধে নতুন করে নিজেদের ঘুঁটি সাজাতে চলেছে শিবসেনা সরকার। নেপথ্যে কঙ্গনা রানাউতের পুরনো একটি ভিডিও ক্লিপ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে উঠে এসেছে বলিউডের অন্ধকারময় অনেক দিকের কথা। তার মধ্যে বলিউডের বিভিন্ন তারকাদের ড্রাগ সেবন বা ড্রাগ সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যেই সরগরম রয়েছে সোশ্যাল মিডিয়া। রিয়া চক্রবর্তী নাকি এই নিয়ে নারকটিকস বাহিনীর কাছে ইতিমধ্যেই বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীর নাম বলে দিয়েছেন বলে জানা গেছে। তবে এই ঘটনা নিয়ে প্রথম থেকেই অনেক কথা বলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই সঙ্গে অভিযোগ এনেছিলেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বের বিরুদ্ধে। তবে সম্প্রতি তাঁরই একটি ভিডিও ক্লিপ বর্তমানে হাতিয়ার হতে চলেছে বলেই মনে করছে শিবসেনা সরকার। আবার যাতে কিনা উল্লেখ আছে সেই ড্রাগসেরই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি একটা সময় ড্রাগ সেবন করতেন। সূত্রের খবর অনুযায়ী, এই ভিডিওটিই শিবসেনা সরকারের হাতিয়ার হতে চলেছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। তবে অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী বলিউডের অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলাটি দায়ের হবে তাঁর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের একটি বয়ানের মাধ্যমে। পুরনো কথা টেনে এনে বলতে গেলে দেখা যায়, ২০১৬ সালেই অধ্যয়ন সুমন দাবি করেছিলেন, সম্পর্কে থাকাকালীন তাঁকে নাকি জোর করে ড্রাগ নিতে বাধ্য করতেন অভিনেত্রী তথা তার তখনকার প্রেমিকা কঙ্গনা। আর সেই তথ্যই নাকি এবার সামনে আসবে।

জানা গেছে, অধ্যয়ন জানিয়েছেন, তিনি যখন ২০১৬ সালে এই নিয়ে কথা বলেছিলেন, তখন তাঁকে বিভিন্নভাবে সমস্যায় পড়তে হয়েছিল। তাই এসব ঝামেলায় আবারও জড়াতে নারাজ তিনি। কিন্তু অধ্যয়ন না চাইলে আদৌ কি হবে কিছু? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ তাঁর বয়ানকে কেন্দ্র করেই কঙ্গনাকে শিক্ষা দিতে চাইছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার। তাই আপাতত যুদ্ধং দেহি রূপে কঙ্গনা রানাওয়াত কি পদক্ষেপ নেন, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!