এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলকে নিয়ে বিস্ফোরক দিলীপ, সরগরম রাজ্য রাজনীতি!

মুকুলকে নিয়ে বিস্ফোরক দিলীপ, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই মুকুল রায়কে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিজেপিতে যোগদান করে দলবদল করার পর তার বিধায়ক পদ খারিজ করতে রীতিমতো উঠেপড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি। তবে কৌশল অবলম্বন করে মাঝেমধ্যেই তিনি বিজেপি পার্টির মেম্বার বলে দাবি করতে দেখা যাচ্ছে মুকুল রায়কে। যার ফলে জল্পনা তৈরি হয়েছে একাংশের মধ্যে। অনেকে বলছেন, মুকুলবাবু আসলে কৌশলগত কারণে নিজের পদ রক্ষা করতে এই ধরনের মন্তব্য করছেন।

আবার অনেকে বলছেন, মুকুল রায়ের বর্তমান পরিস্থিতিতে শরীর খুব একটা ভালো নয়। সেই কারণেই হয়ত বা তিনি অসংলগ্ন কথা বলছেন। তবে গোটা বিষয় নিয়ে এবার মন্তব্য করে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক যুক্তি দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, বুধবার অন্যান্য দিনের মত প্রাতঃভ্রমণ করতে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই মুকুল রায় যেভাবে অসংলগ্ন কথা বলছেন এবং বিজেপির পক্ষ থেকে দলত্যাগের শুনানি করা প্রক্রিয়া শুরু হলেও, যেভাবে সেই শুনানি পর্ব এড়িয়ে যাচ্ছেন মুকুল রায়, সেই ব্যাপারে বার্তা দিতে দেখা যায় দিলীপ ঘোষকে। এদিন তিনি বলেন, “মুকুল রায় বিধানসভা এড়িয়ে যাচ্ছেন। যাওয়ার মুখ নেই, তাই এড়িয়ে যাচ্ছেন। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আইনি পথে যাব। উনি কোনো চাপে পড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন।”

একাংশ বলছেন, 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। তারপর লাগাতারভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের মর্যাদা পাওয়ার পরে আবার নিজের পুরাতন দল তৃনমূল কংগ্রেসে ফিরে আসেন সেই মুকুলবাবু। যার পরে সমালোচক মহলের একাংশের দাবি করতে শুরু করেন, মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান খুব একটা ভালো চোখে মেনে নেওয়া যাচ্ছে না। কেননা তিনি হয়ত বা চাপে পড়ে তৃণমূলে যোগদান করেছেন। আর এবার সেই একই কথা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। যাকে কেন্দ্র করে নানা মহলে শুরু হয়েছে চর্চা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় মাঝেমধ্যেই অসংলগ্ন কথা বলছেন। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা হলেও, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে মাঝেমধ্যেই তিনি বিজেপির প্রতিনিধি বলে দাবি করতে দেখা যাচ্ছে। যাকে অনেকে শারীরিক অসুস্থতা বলে দাবি করছেন। আবার অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি বর্তমানে দলবদল করা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে উঠেপড়ে লেগেছেন।

তাই নিজের বিধায়ক পদ রক্ষা করতে মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে বিজেপির প্রতিনিধি বলে উপস্থাপিত করার চেষ্টা করছেন। আসলে এটা তার সম্পূর্ণরূপে রাজনৈতিক কৌশল। আর এই পরিস্থিতিতে মুকুল রায়ের একের পর এক অসংলগ্ন মন্তব্য এবং দলত্যাগ বিরোধী আইনের শুনানির পর তা এড়িয়ে যাওয়ার ঘটনাকে হাতিয়ার করে তিনি চাপে পড়েই তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!