এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট গণনার পরেও রাজ্যে বহুদিন কেন্দ্রীয় বাহিনী! শুনেই যা বললেন সুকান্ত….

ভোট গণনার পরেও রাজ্যে বহুদিন কেন্দ্রীয় বাহিনী! শুনেই যা বললেন সুকান্ত….


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট মিটে যাওয়ার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে অশান্তি। বিরোধী নেতা কর্মীদের ওপর শুরু হয়েছে হামলা। সেদিক থেকে গণনা শেষ হওয়ার পর যে এই প্রবণতা আরও বাড়বে, সেই ব্যাপারে দ্বিমত নেই বিরোধীদের মধ্যে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী যাতে আরও বেশিদিন রাজ্যে থাকে, সেই আবেদন করেছিলেন। অবশেষে গণনার পরে আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম যাতে একমাস থাকে। কিন্তু ১৫ দিন বেশি থাকছে। তবে আমরা চাইব, কেন্দ্রীয় বাহিনী যেন থানাতে বসে না থাকে। স্থানীয় পুলিশের কথা মত চললে লাভের লাভ কিছু হবে না। মানুষ মরে যাবে, আর কেন্দ্রীয় বাহিনী থেকেও লাভ হবে না। তাই কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের কথা মতো না চলে নিজেদের মত কাজ করতে হবে।” অর্থাৎ রাজ্যে ভোট পরবর্তী হিংসা আটকাতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও, পুলিশের কথা মত না চলে যে তাদেরকে নিজেদের মতো কাজ করতে হবে, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!