এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে কি হলো? বদলালো কি ইন্ডিয়ার নাম? নতুন মামলা নিয়ে কি সিদ্ধান্ত নিলো শীর্ষ আদালত

অবশেষে কি হলো? বদলালো কি ইন্ডিয়ার নাম? নতুন মামলা নিয়ে কি সিদ্ধান্ত নিলো শীর্ষ আদালত


আমরা থাকি একটি দেশে কিন্তু ব্যবহার করি দুটি নাম ইন্ডিয়া অথবা ভারত। কিন্তু এবার যে কোন একটি নাম ব্যবহার করা হবে বলে মনে করা হয়েছিল । কেননা এই মর্মে দিল্লির কোন ব্যক্তি এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন। আজ 3রা জুন এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল। সেই মতো বেড়েছিল উত্তেজনা ও। মনে করা হয়েছিল এরপর আমাদের দেশের ক্ষেত্রে ব্যবহার করা হবে একটি মাত্র নাম। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলো সুপ্রিম কোর্ট।

সংবিধানে প্রথম থেকেই রয়েছে ভারত নাম। কাজেই নতুন করে নাম বদলের আবেদনের কোনও অর্থই হয় না। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল দেশের নাম বদলের মামলা। প্রধান বিচরপতি এস এ ববদে জানান আগে থেকেই যেখানে সংবিধানে নাম পরিবর্তিত রয়েছে সেখানে এই নাম বদলের মামলার কোনও অর্থই হয় না।

আজ বুধবার ছিল মামলার চূড়ান্ত শুনানি। প্রধান বিচারপতি এস এ ববদের নেতৃত্বাধীন বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধানে আগে থেকেই দেেশর নাম ভারত করা আছে। কাজেই এই মামলার কোনও প্রয়োজন নেই।

জানা যাচ্ছে, দিল্লির কোন ব্যক্তি এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন।সেই ব্যক্তির বক্তব্য অনুযায়ী ভারত নামটি সঙ্গে জড়িয়ে আছে দেশের অনেক পুরনো ইতিহাস যার মাধ্যমে জেগে উঠবে জাতীয়তাবোধ। এত বছর ধরে আমাদের দেশের ক্ষেত্রে বাংলায় ব্যবহৃত হয় ভারত নামটি এবং ইংরেজিতে ব্যবহৃত হয় ইন্ডিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাছাড়া তাঁর বক্তব্য ছিল ,ইন্ডিয়া নয় ভারত হোক দেশের নাম। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া। সেই নাম এখনও বহাল রাখলে দেশের দাসত্বের কথা মনে করিেয় দেশের। দেশের স্বাধীনতার জন্য যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি সম্মান করা হয় না। সেকারণেই আদালতে নাম বদলের আবেদন জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, মনে করা হয়েছিল ভারত নামটির দিকেই এগোতে পারে মামলার শুনানি। ওই ব্যক্তির দায়ের করা মামলা তে ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কের বিষয়েও উল্লেখ করা আছে। জানা গেছে সেই সময় দেশের নামকরণ ভারত অথবা হিন্দুস্থান এই নিয়ে একটি দাবি উঠেছিল। কিন্তু এ বিষয়ে আর কোন তথ্য পাওয়া যায়নি। আমাদের অনেকেই জানেন আমাদের দেশের এই অংশটি চন্দ্র বংশীয় রাজা ভরত দানে পেয়েছিলেন যেখান থেকে এই দেশের নামকরণ হয়েছিল ভারত।

আবার কথিত আছে যখন এদেশে রাজত্ব করে সেই সময় সিন্ধু নদীর তীরে বসবাসকারী ভারতীয়দের গ্রীকরা ইন্দাস বলতেন এবং সেখান থেকেই ইন্ডিয়া নামের সূত্রপাত। জানা গেছে দিল্লির ওই ব্যক্তি বেশ কয়েকদিন আগেই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন সেই সময় সংশ্লিষ্ট বিচারপতি অনুপস্থিত থাকার কারণে মামলাটি নথিভুক্ত করা হয়নি। সম্প্রতি এই মামলার আবেদন নথিভুক্ত হওয়ার পর আজ ৩রা জুন দেশের নাম কী হবে তা নিয়ে সুপ্রিম কোর্ট শুনানি নিয়ে জোর জল্পনা ছড়িয়েছিলো কিন্তু আজ সুপ্রিমকোর্টে এই মামলা খারিজ হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!