এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের শুভেচ্ছা তোরণ থেকে ছেঁড়া হল শুভেন্দুর ছবি! অপমানে-অভিমানে ক্ষোভ বাড়ছে অনুগামীদের!

তৃণমূলের শুভেচ্ছা তোরণ থেকে ছেঁড়া হল শুভেন্দুর ছবি! অপমানে-অভিমানে ক্ষোভ বাড়ছে অনুগামীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার দুর্গা উৎসবের শুভেচ্ছায় শুভেন্দু অধিকারীর ছবি ছিড়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, শারদ শুভেচ্ছা উপলক্ষে নারায়নগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি তোরণ বানানো হয়েছিল। আর বেলদায় সেই তোরণে শুভেন্দু অধিকারীর বেশ কিছু ছবি লাগানো ছিল। তবে ষষ্ঠীর দিন এই তোরণ লাগানো হলেও, একদিন পর দেখা গেল তোরণের সবকিছু ঠিক থাকলেও শুধু শুভেন্দু অধিকারীর একাধিক ছবি ছেড়া রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বলা বাহুল্য, এমনিতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব ক্রমশ বাড়ছে বলে দাবি করা হচ্ছে।

কেননা দলের সাংগঠনিক রদবদলের পর শুভেন্দু অধিকারী বড়সড় কোন জায়গা পাবেন বলে মনে করা হলেও, সেভাবে তাকে কোনো বড় জায়গা দেওয়া হয়নি। যার ফলে সেভাবে দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যায়নি রাজ্যের পরিবহনমন্ত্রীকে। নিজের মত করে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আর এমত পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক তখনই তার ছবি দিয়ে শারদ শুভেচ্ছা দেওয়া হলেও সেখান থেকে পরিবহনমন্ত্রীর ছবি ছিড়ে নেওয়া আদতে তৃনমূলের সঙ্গে তার দূরত্বকে আরও বাড়িয়ে দিল বলেই দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই শুভেন্দুবাবুর ছবি ছেড়ার প্রতিবাদে ব্লক টিএমসিপি নেতৃত্বের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এর সঙ্গে বিরোধীরা যুক্ত। তারাই শুভেন্দুবাবুর ছবি ছিড়েছে। বিরোধীরা অবশ্য এই ব্যাপারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ দেব বলেন, “এই ঘটনায় বিরোধীরা যুক্ত দাদার ছবি ছিড়ে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি।” অন্যদিকে বিজেপির তরফে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে নারায়ণগড় মন্ডল বিজেপির সভাপতির শুভাশিস মহাপাত্র বলেন, “নিজেদের দোষ ঢাকতে চাইছে তৃণমূল। নিজেদের দোষ বিজেপির ওপর চাপাতে চাইছে। দলের দুই নেতৃত্বকে নিয়ে দ্বন্দ্ব সবার জানা। আমাদের কেউ এই কাজ করেনি।”

 

বিশ্লেষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর দাপটে বাঘে গরুতে কার্যত এক ঘাটে জল খায়। আর সেই শুভেন্দু অধিকারীর খাসতালুকে এইভাবে তার পোস্টার ছিঁড়ে দেবে বিরোধীরা, এটা হজম করতে অনেকেরই কষ্ট হচ্ছে। যেখানে সেই শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন এবং তার সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে, সেখানে বিরোধীরা কেউ শুভেন্দুবাবুর ছবি ছিড়তে যাবেন কেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। তাই একাংশ বলছেন, এটা একপ্রকার নিশ্চিত যে, শুভেন্দু অধিকারীর ছবি ছিড়ে দিয়েছেন তার দলের একাংশ। আর যদি সমালোচক মহলের এই দাবি সত্যি হয়, তাহলে আগামীদিন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের ঘুম উড়তে চলেছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!