এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন রয়েছেন বাঙালির অপু? সংকট কাটেনি তবুও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় বাঙালি !

কেমন রয়েছেন বাঙালির অপু? সংকট কাটেনি তবুও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় বাঙালি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিগত বেশ কিছুদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু করোনা থেকে তিনি সুস্থ হয়ে গেলেও এই মুহূর্তে বিভিন্ন কো-মর্বিডিটির কারণে তিনি কাবু হয়ে পড়েছেন যার মধ্যে স্নায়ুর জটিলতা অন্যতম কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

ইতিমধ্যেই জানা গেছে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ আয়ত্বের বাইরে চলে যাওয়ায় প্রবীণ অভিনেতার স্নায়ু আর কাজ করছিলো না এর ফলে মস্তিস্কও সাড়া দিচ্ছিলো না। যে কারণে বর্ষীয়ান অভিনেতাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এখনও সঙ্কট কাটেনি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। যে কারণে ডাক্তাররা প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেছেন।এখনো সৌমিত্রবাবুর ফুসফুস ও শরীরে যে সংক্রমণ রয়েছে তার জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

তবে আশার খবর এটাই যে তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ঠিক রয়েছে। ঠিক রয়েছে রক্তচাপও।যে সমস্ত চিকিৎসা পদ্ধতি ও ওষুধ তাঁকে দেওয়া হয়েছে তাতে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।প্রসঙ্গত, কিছুদিন আগেই অবশ্য সৌমিত্র চট্টোপাধ্যায় সামান্য হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। তাতে চিকিৎসকরা পজিটিভ ভাবে জানিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে সময় নিয়ে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।

কিন্তু নতুন করে সৌমিত্র চট্টোপাধ্যায় আবার অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তাঁর পরিবার-পরিজন, চিকিৎসকরা এবং সর্বোপরি বাংলার সংস্কৃতি সমাজ উদ্বেগ প্রকাশ করছে। আপাতত সবারই চিন্তা, বাঙালির সর্বকালীন বাঙালির আপন অপু কবে আবার ফিরে আসবেন তার নিজস্ব জগতে!

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!