এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের মুখেই বড়সড় বিতর্কে শিবসেনা-বিজেপি-সরকার, মহারাষ্ট্রে বাড়লো চাপ

ভোটের মুখেই বড়সড় বিতর্কে শিবসেনা-বিজেপি-সরকার, মহারাষ্ট্রে বাড়লো চাপ


দীপাবলীর আগেই প্রায় গোটা দেশ নির্বাচনের আবহে। কোন রাজ্যে বিধানসভা নির্বাচন তো কোথাও উপনির্বাচন। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই সমস্ত বিধানসভায় সাধারণ নির্বাচন হতে চলেছে। পাশাপাশি 51 টি আসনে হবে বিধানসভা উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই লোকসভা নির্বাচনের পরেই বিজেপি তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। আপাতত একুশে অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই এবার বড়োসড়ো বিতর্কের মুখে পড়েছে মহারাষ্ট্রে শিবসেনা বিজেপি সরকার।

ছত্রপতি শিবাজীর নাম মহারাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই ছত্রপতি শিবাজীকে যখন স্কুলের পাঠ্য থেকে বাদ দেওয়া হল সরকারি সিদ্ধান্তে, তখন তা নিয়ে ভোটের মুখে চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের চতুর্থ শ্রেণীর পাঠ্য থেকে ছত্রপতি শিবাজীর জীবনী বাদ দেওয়া হয়েছে। আর এর ফলেই রাজ্যজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

যদিও বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর। অন্যদিকে বোর্ড দাবি জানিয়েছে, শিবাজী পরিচ্ছেদ বাদ দেওয়ার তাঁদের কোনো রকম উদ্দেশ্য ছিল না। মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষা মন্ত্রী বিনয় তাওড়ে জানিয়েছেন, চতুর্থ শ্রেণীর পাঠ্যে শিবাজী সংক্রান্ত কোন আলাদা বই ছিল না। তিনি জানিয়েছেন, ইতিহাস ভূগোল, বিজ্ঞান এর মতন পৃথক বিষয় শুরু হয় পঞ্চম শ্রেণি থেকে। গত পাঁচ বছর ধরেই এটা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদমাধ্যমের একাংশ ভুল প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা কাজেই শিবাজীকে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে বলে যে গুজব রটেছে, তা সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন তাঁরা। তাঁরা আরও বলছেন, ইতিহাস বিষয়টি শুরু হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে। চতুর্থ শ্রেণীর বই থেকে ইতিহাস কি করে বাদ দেওয়া যাবে ? এ তো সম্ভবই নয়।

বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, সামনের নির্বাচনের কথা মাথায় রেখে এ ধরনের খবর প্রচার করা হচ্ছে। তবে বিধানসভা ভোটের আগে মহারাষ্ট্রে এধরনের খবরে রাজনৈতিক পারদ যে ঊর্ধ্বগামী সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

তবে এ প্রসঙ্গে, রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহারাষ্ট্রের সামনে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরেই অশান্তির আবহ তৈরি করতে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের ভ্রান্ত খবর রাজ্যে ছড়িয়েছে। তবে ছত্রপতি শিবাজীকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার অভিযোগে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। উত্তাল রাজনীতিকে সামাল দিতে ইতিমধ্যে রাজনৈতিক মঞ্চে নেমে পড়েছেন সরকারি দলের নেতারা। আপাতত সমগ্র ঘটনাটির দিকে নজর রেখেছে তামাম রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!