এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভয়াবহ বন্যা পরিস্থিতি, প্রাক্তন বনাম বর্তমান মন্ত্রীর তরজায় জেরবার মমতা প্রশাসন!

ভয়াবহ বন্যা পরিস্থিতি, প্রাক্তন বনাম বর্তমান মন্ত্রীর তরজায় জেরবার মমতা প্রশাসন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে ব্যাপক ভাঙ্গন ধরিয়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হন‌। পরবর্তীতে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই একসময় সেচ দপ্তরের দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে তৃণমূলের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। মন্ত্রী থাকার সময় তিনি যে ঠিকমতো দায়িত্ব পালন করেননি, সেই ব্যাপারে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তৃণমূলের অনেক শীর্ষ পদাধিকারী।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যখন বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তখনই নিজেদের প্রাক্তন সতীর্থ তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে এই বন্যা পরিস্থিতির জন্য দোষারোপ করে সরব হতে দেখা গেল রাজ্যের বর্তমান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। যদিও বা এর পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে পরিকাঠামো নিয়ে অভিযোগ তুলে দিলেন তৃণমূল সরকারের প্রাক্তন সেচমন্ত্রী তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন হাওড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তা দেখতে গিয়েই কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের বর্তমান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন তিনি বলেন, “কেন্দ্র ইচ্ছা করে বন্যা পরিস্থিতি তৈরি করে দিল‌। কেন্দ্রীয় সরকারের জন্যই আমতা, উদয়নারায়নপুর বন্যায় ভাসছে। কিছুতেই কেন্দ্র দুদিনে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে না। পলি তোলার দরকার, তাও করে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বর্তমান সেচমন্ত্রী এই ব্যাপারে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেও তাকে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “রাজ্যের তৃণমূল সরকারের আমলে কোনো স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তাই ডিভিসি জল ছাড়লে আর টানা বৃষ্টি হলেই দামোদরের তীরবর্তী সব গ্রাম জলের তলায় চলে যায়। সেচ দপ্তর কোনো কাজ করে না।” স্বভাবতই দুই প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীর ভয়াবহ বন্যার মুহূর্তে এই তরজা দেখে হতবাক অনেকেই।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর একসময় তৃণমূল সরকারের সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু সেই তিনি এখন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন‌। তাহলে তিনি যখন দায়িত্বে ছিলেন, তখন কেন তিনি এই গোটা বিষয়টি ঠিকমতো দেখভাল করেননি! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে অনেকে আবার বলছেন, তৃণমূল সরকারের উদ্দেশ্য হচ্ছে, প্রতিমুহূর্তে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপানো।

আর তাই বর্তমানে নিজেদের দোষ না দেখে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী প্রকৃত তথ্য সামনে এনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। তবে শাসক বনাম বিরোধীদের এই তরজা শেষ পর্যন্ত গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!