এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি হোয়াটস অ্যাপ এ চোখ পড়ল কেন্দ্রের, আশঙ্কা বন্ধ হবার

এবার কি হোয়াটস অ্যাপ এ চোখ পড়ল কেন্দ্রের, আশঙ্কা বন্ধ হবার


দেশে প্রবল হয়েছে জঙ্গী উপদ্রব। এবার সেই জঙ্গীদের বাড়বাড়ন্ত আটকাতে হোয়াটস অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 র নাগরোটা হামলায় জয়েশ-ই-মহম্মদ জঙ্গি রা সীমান্তের ওপার থেকে এই হোয়াটস অ্যাপের নির্দেশে আক্রমনের ফলে সাত জন জওয়ানের মৃত্যু হয়েছিল। সম্প্রতি জম্মু কাশ্মীর পুলিশও এই হোয়াটস অ্যাপ নিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এদিনের বৈঠকে মূলত এই সোশাল মিডিয়ার সাহায্যে কিভাবে জঙ্গিদের অপরাধপ্রবনতা বাড়ছে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই হোয়াটস অ্যাপকে বাতিল করার দাবি নিয়ে মামলা হলেও সেই মামলা বিন্দুমাত্র ঢোপে টেকেনি। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, অ্যাপের এই তথ্য যাতে কেউ চুরি না করে সে দিকেও একটি সংস্থাকে নজড় রাখতে বলেছে সরকার। সব মিলিয়ে এখন হোয়াটস অ্যাপে জঙ্গি রেশ ঢোকায় এই অ্যাপও বাতিল হয় কিনা সেদিকেই তাকিয়ে সোশাল নেটওয়ার্কিং প্রেমীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!