এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি ভুলে বাংলায় ফিরুন ভাইপো, এবার হবে আসল খেলা! ইডির নোটিশে কটাক্ষ বিজেপির!

দিল্লি ভুলে বাংলায় ফিরুন ভাইপো, এবার হবে আসল খেলা! ইডির নোটিশে কটাক্ষ বিজেপির!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি দিল্লির কর্মসূচির কথা তুলে ধরে তার প্রতি প্রতিহিংসা পরায়ন আচরণ করা হচ্ছে এই ধরনের অনেক কথা বলে শেষ পর্যন্ত হাজিরা দেননি। উল্টে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরের সামনে নাটক করে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করেছে তৃণমূল বলে অভিযোগ বিরোধীদের। আর এসবের মাঝেই দিল্লিতে যখন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন রাজ্যে ফিরে আবার রাজভবন চলো অভিযানের পরিকল্পনা করছেন তিনি, ঠিক তখনই তাকে আবার নোটিশ দিল ইডি। যা দেখে বিরোধীরা বলছেন, এবার আসল খেলা শুরু হয়ে গেল। এতদিন ডাকাডাকি হয়েছে। এবার হয়তো এই তদন্ত শেষ করার ফাইনাল টাচ দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার কারণে ঘনঘন এই যুব নেতাকে ডাকা হচ্ছে।

সূত্রের খবর, আগামী সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে যখন শেষ নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন তৃণমূল তা নিয়ে নানা প্রশ্ন তুলেছিল। বলেছিল, যেদিনই গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে অভিষেকবাবুর, সেদিনই তাকে আটকাতে এই ধরনের নোটিশ পাঠানো হয়। কিন্তু একজন রাজনৈতিক নেতার তো প্রত্যেকদিনই কর্মসূচি থাকবে। তাই বলে কি পঞ্জিকা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটাকে ডাকবে নাকি? সবকিছুই কি তৃণমূলের কথা মত চলবে! এসব মেনে নিতে পারেনি সমালোচক মহল।

অনেকেই বলেছিলেন, মঙ্গলবার দিল্লিতে না গিয়ে যদি ইডির মুখোমুখি হতেন বাংলার যুবরাজ, তাহলে তাকে প্রবল বিপাকে পড়তে হত। কড়া পদক্ষেপ নিতে পারত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই যেভাবেই হোক, নিজের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে সেই জেরা এড়িয়ে গিয়েছেন বাংলার এই বড় বড় কথা বলা সততার প্রতীক যুবনেতা। কিন্তু এবার তার জারিজুরি শেষ হতে চলেছে বলেই মনে করছেন বিরোধী শিবিরের একাংশ।গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, এবার দিল্লি ভুলে বাংলার মাটিতে ফিরে আসুন যুবরাজ। অনেক তো বড় বড় কথা বলেছেন তিনি। দিল্লিতে আন্দোলন করেছেন, তিনি নাকি বুক চিতিয়ে লড়াই করতে জানেন! তাহলে তার প্রমাণ অন্তত ইডির দপ্তরে এসে দিয়ে যান এই গুনধর ভাইপো।‌ এবার অন্তত কোনো রক্ষাকবজ না নিয়ে, কোনো আইনের আশ্রয় না নিয়ে আগামী 9 তারিখ ইডি দপ্তরে হাজিরা দিয়ে নিজের সততার প্রমাণ দিন যুবরাজ। চ্যালেঞ্জ করে তেমনটাই বলছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি হবেন, নাকি কোনো কারণ দেখিয়ে এড়িয়ে যাবেন, সেটা সময় বলবে। তবে যিনি এত বড় বড় কথা বলেন, তার অন্তত এবার এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচির খবর কেউ পায়নি। তাই যদি রাজনৈতিক কর্মসূচি পড়েও যায়, তাহলে যেহেতু আগে নোটিশ পাঠিয়েছে, তাই ইডির মুখোমুখি হওয়ার মতো দম দেখানো উচিত বাংলার যুবরাজের বলেই মত সমালোচকদের। তবে এখনও পর্যন্ত দিল্লির মাটি ছেড়ে বাংলায় পা রাখার মত সময় হয়নি ভাইপোর। তাই কবে তিনি বাংলায় আসবেন! তারপর তিনি আদৌ যাওয়ার মত ক্ষমতা দেখাবেন কিনা ইডির দপ্তরে, তা নিয়েও সংশয়মূলক কটাক্ষ করে দিচ্ছে বিরোধী শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!