এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের মামলায় একাধিক ত্রুটি, ফের বড়সড় ধাক্কা খেলেন যুবরাজ! উচ্ছ্বসিত বিজেপি!

অভিষেকের মামলায় একাধিক ত্রুটি, ফের বড়সড় ধাক্কা খেলেন যুবরাজ! উচ্ছ্বসিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত সিনহা একাই টাইট দিয়ে দিচ্ছেন বাংলার যুবরাজকে। তার একের পর এক নির্দেশের ফলে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বাধ্য হচ্ছে, বাংলার যুবরাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে। তাকে নোটিশ পাঠানো হচ্ছে। কিন্তু তারপরেও বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা না দিয়ে সেই বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা দায়ের করে রক্ষাকবচের আবেদন করেছেন তিনি বলে খবর। আর এই পরিস্থিতিতে এবার সেই মামলা ত্রুটিপূর্ণ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যার ফলে প্রবল চাপে পড়ে গেলেন বাংলার যুবরাজ বলেই দাবি করছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল। কিন্তু সেখানেই তার আবেদনের পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে জানিয়ে দেন বিচারপতি। জানা গিয়েছে, আবেদনপত্রের নিচে সই করতে হয় মামলা কারীকে। কিন্তু সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে তার বাবার স্বাক্ষর রয়েছে। কিন্তু যদি কেউ সেখানে স্বাক্ষর দেন, তাহলে মূল মামলাকারীকে তার জন্য একটা অনুমতি পত্র দিতে হয়। কিন্তু তা না থাকার কারণেই তৈরি হয়েছে জটিলতা। যার ফলে আবার সেই আবেদন সংশোধন করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, ভাইপো অনেক চালাকি করে বাঁচার চেষ্টা করছে। কিন্তু বারবার তিনি ধরা পড়ে যাচ্ছেন। আদালতে আবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি রক্ষাকবচ নিতে গিয়েছেন। কিন্তু তার শুনানি কি হবে, ভাইপো আদৌ রক্ষাকবচ পাবে কিনা, সেটা অনেক পরের প্রশ্ন। কিন্তু প্রথম ধাপেই তিনি ধাক্কা খেয়ে গেলেন। আসলে দুর্নীতি যে হয়েছে, তা তো জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সেই কারণে আদালতের দরজায় গিয়ে প্রতি মুহূর্তে কানমলা খেতে হচ্ছেন বাংলার যুবরাজকে বলেই দাবি বিরোধীদের।

অনেকে আবার এটাও বলছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেকে সততার প্রতীক বলে দাবি করেন। তিনি তো এক পয়সাও নেননি বলে বড় বড় গলায় অনেক কথা বলেন। কিন্তু তার কেন এত ভয়? কেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে রক্ষাকবচ নিচ্ছেন! বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে কেনই বা তাকে যেতে হচ্ছে ডিভিশন বেঞ্চে? তিনি তো কিছুই করেননি। ফলে বীরপুঙ্গব নেতার বারবার আদালতে যাওয়া নিয়েও প্রশ্ন তুলে মুচকি হাসছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!