এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ সামনে এসে গেল বাংলায় বিজেপির নতুন মুখ? নতুন পদক্ষেপে চড়ছে পারদ

জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ সামনে এসে গেল বাংলায় বিজেপির নতুন মুখ? নতুন পদক্ষেপে চড়ছে পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের সফরে এসে অমিত শাহ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ নিয়ে প্রশ্ন করা হলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, প্রয়োজন পড়লে ব্যক্তিও চলে আসবেন, মুখও চলে আসবে। শুধু তাই নয়, বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যে বিজেপি সরকার পাচ্ছে সেই আশ্বাস বাণীও দিতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে সেইসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই মন্তব্য অনেকের কাছে অর্থবহ হয়ে উঠেছিল। বস্তুত যেকোনো রাজনৈতিক দলের প্রচারের ক্ষেত্রে একটি ব্যক্তি থাকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হয়। কিন্তু সেখানে অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, উত্তরপ্রদেশ ছাড়াও এর আগে ‘১৪ সালে মহারাষ্ট্র হরিয়ানার মত এখাধিক নির্বাচনে বিজেপি কোন মুখ ছাড়াই ভোটে জিতেছিল এবং বিপুলভাবে সাফল্য লাভ করেছিল।

আর সেই ভাবেই বাংলাতেও জিততে চেয়েছিলেন তাঁরা। কিন্তু দেখতে গেলে রাজনৈতিকবিদদের মতে প্রতিটি রাজ্যের একটা আলাদা রাজনৈতিক গতিশীলতা থাকে বলেই মনে করা হয়েছিল। তাই সমস্ত রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করা চলে না বলেই মনে করেছিলেন তাঁরা। তাই বাংলায় কে হবে বিজেপির মুখ সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইতিমধ্যেই বাংলায় বিজেপি বহিরাগত বা তাঁদের প্রার্থীরা বাংলা সম্পর্কে কিছুই জানেন না, তাঁরা অন্য রাজ্যের বাসিন্দা বলে জল্পনা তুঙ্গে রয়েছে রাজনৈতিক মহলে। তাই এরই মধ্যে বিজেপির বিধানসভা নির্বাচনী প্রচারে বাংলায় একজন ভালো বাংলার কারুর মুখ থাকা প্রয়োজন বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা। আর এরই মধ্যে সামনে এসেছে একটি বিতর্কিত মন্তব্য।

জানা গেছে, বুধবার দক্ষিণ কলকাতার একটি রেস্তঁরায় দলের এক কর্মীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই বিজেপি-তে যোগ দেওয়া একাধিক টলিউডের কয়েক জন অভিনেতা, অভিনেত্রী এবং রাজ্যসভার এক সাংসদকে উপস্থিত থাকতে দেখা গেছে। অন্যদিকে বিধানসভা ভোটে বিজেপি সৌরভকে ‘মুখ’ হিসাবে তুলে ধরতে পারে বলে আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল।

আর এমন পরিস্থিতিতে তাঁর উপস্থিত থাকা অনুষ্ঠানে এহেন রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি সেই জল্পনাকে আরো বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও সৌরভ বা বিজেপি নেতৃত্ব কারও দিক থেকেই এই কথার কোনোভাবে আনুষ্ঠানিক সমর্থন করা হয়নি, তবুও বিশ্লেষকদের মনে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এরই মধ্যে জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠানে সৌরভ বা কারও যোগদানে রাজনীতি খোঁজা অর্থহীন বলেই মনে করছেন কেউ কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!