এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি ৩ প্রভাবশালী হেভিওয়েট নেতার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে সিবিআই? বাড়ছে জল্পনা

এবার কি ৩ প্রভাবশালী হেভিওয়েট নেতার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে সিবিআই? বাড়ছে জল্পনা


রাজ্য-রাজনীতিতে কি আবার ঝড় উঠতে চলেছে? সিবিআইয়ের পদক্ষেপ ঘিরে অন্তত সেরকমই জল্পনা ছড়াচ্ছে বর্তমানে। রাজ্য-রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল ইস্যু হল নারদ স্টিং অপারেশন। ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে দেখা করেন। ব্যবসা করার কথা বলে তাঁদের তিনি মোটা টাকা ঘুষ দিতে চান বলে অভিযোগ।

আর এই ঘটনার পুরোটাই তিনি গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখেন। ২০১৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য অফিস থেকে সেই ভিডিও প্রকাশ করলে দেখা যায়, তৃণমূলের বহু হেভিওয়েট মন্ত্রী, সাংসদ, নেতা, বিধায়ক – ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। যা নিয়ে সেই সময় রীতিমত হইচই পরে যায়। এরপর, সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়ে তদন্তে নামে সিবিআই ও ইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই, নারদ মামলায় পুলিশ অফিসার মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে। বারেবারেই তাঁর জামিনের আর্জি নাকচ হয়ে যাচ্ছে। আর এবার নারোদকাণ্ডে আরও চাপ বাড়িয়ে তিনজন সাংসদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমতি চেয়ে ফের লোকসভার স্পিকারের কাছে চিঠি পাঠাল সিবিআই। প্রসঙ্গত, এর আগে দুবার চিঠি দেওয়া হলেও অনুমোদন মেলেনি। কিছু টেকনিক্যাল কারণেই সেই অনুমতি মেলে নি বলে জানা যাচ্ছে। কিন্তু এবার বেশ আঁটঘাঁট বেঁধেই অনুমোদনের চেষ্টায় সিবিআই বলে সূত্রের খবর।

অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসারদের কাছে জানা যাচ্ছে, নারদ তদন্তের জাল অতি দ্রুত গুটিয়ে ফেলতে চাইছেন তাঁরা কেননা, ম্যাথু স্যামুয়েলের যে মোবাইলে এই স্টিং অপারেশন হয়েছিল, দীর্ঘদিন ধরে তার একটি ফোল্ডার খোলা যাচ্ছিল না, তিনি পাসওয়ার্ড ভুলে যাওয়ায়। কিন্তু, সম্প্রতি সেই ফোল্ডার খোলার ব্যাপারে নাকি সদর্থক অগ্রগতি হয়েছে। এদিকে, নারদের থেকে কয়েক হাজার গুন বড় একাধিক চিটফান্ড মামলায় বেশি নজর দিতে চাইছে সিবিআই। ফলে, তিন প্রভাবশালীর বিরুদ্ধে পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!