এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতাকে দেখতে হাসপাতালে বিজেপি, সৌজন্যের নজির!

মমতাকে দেখতে হাসপাতালে বিজেপি, সৌজন্যের নজির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আর সেই লড়াইয়ে যে নজরকাড়া কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম, তা বলার অপেক্ষা রাখে না। এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ শুভেন্দু অধিকারী। বুধবার মনোনয়নপত্র জমা করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যেবেলা একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় তার পায়ে আঘাত লাগে। আর তারপর থেকেই এই গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সুপ্রিমোর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নামা হলেও, তাকে প্রথম থেকেই উড়িয়ে দিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তবে রাজনৈতিক শত্রুতা যতই থাকুক না কেন, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হলেন ভারতীয় জনতা পার্টির নেতারা।

সূত্রের খবর, আজ বেলা 11 টা 51 মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয় বিজেপির একটি প্রতিনিধি দল। যেখানে ছিলেন বিজেপি নেতা তথাগত রায় এবং শমীক ভট্টাচার্য। বলা বাহুল্য, গতকাল পায়ে চোট লাগার পরই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। আগামী 72 ঘন্টা তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলে খবর। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদে নামার উদ্যোগ নেওয়া হয়েছে। চাপে ফেলা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। অন্য দিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। আর এর মাঝেই সৌজন্যতার নজির গড়ে বিজেপির পক্ষ থেকে হাসপাতালে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলতে শুরু করেছেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগুক না কেন, নির্বাচনের মরসুমে এই বিষয়কে সামনে রেখে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। যা নির্বাচনের প্রথম পর্বের আগে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেবে ভারতীয় জনতা পার্টিকে বলেই দাবি একাংশের।

তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধিতা থাকলেও তারা যে এই ঘটনায় যথেষ্ট সংবেদনশীল, তা বোঝাতেই বিজেপির প্রতিনিধিদল এসএসকেএম হাসপাতালে উপস্থিত হল বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!