এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি বাংলায় চালু হতে চলেছে লোকাল ট্রেন? দিল্লিতে বিশেষ বার্তা নবান্নের, জানুন বিস্তারিত

এবার কি বাংলায় চালু হতে চলেছে লোকাল ট্রেন? দিল্লিতে বিশেষ বার্তা নবান্নের, জানুন বিস্তারিত


করোনা ভাইরাস বর্তমানে সকলের কাছে চিন্তার কারণ। প্রত্যেকেই এই ভয়াবহ রোগ থেকে মুক্তি পেতে চাইছেন। যার জন্য বর্তমানে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে করা হয়েছে লকডাউন। তবে চতুর্থ দফার লকডাউন থেকেই বিভিন্ন জায়গায় শিথিলতা দেখা দিতে শুরু করেছে। আদৌ পঞ্চম দফার লকডাউন হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে গোটা দেশের।

আর এই পরিস্থিতিতে বাংলায় যখন করোনা ভাইরাস কার্যত হু-হু করে বাড়ছে, ঠিক তখনই জল্পনা তৈরি হয় যে, এবার হয়ত ধীরে ধীরে লোকাল ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হবে। তবে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের যে আপত্তি রয়েছে, এদিন তা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।‌ সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় সচিবের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। আর সেই বৈঠকেই এখনই যাতে লকডাউন উঠে না যায়, তার জন্য কেন্দ্রকে জানিয়ে দেয় রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের বিস্তর আপত্তি রয়েছে বলে জানিয়ে দেন মুখ্যসচিব। আর মুখ্যসচিবের এই মন্তব্য থেকে পরিষ্কার যে, রাজ্য সরকার চাইছে না, বর্তমান সময়ে লকডাউন পরিস্থিতিকে শিথিল করতে। তাই কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্র চালু করার কথা বলা হলেও, পশ্চিমবঙ্গ যে এই ব্যাপারে বিস্তর আপত্তি জানাচ্ছে, তা কার্যত পরিস্কার হয়ে গিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেননা একদিকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসায় রীতিমত আতংকে রয়েছে রাজ্য সরকার। দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে যাতে লোকাল ট্রেন চালু করে বিড়ম্বনা না বাড়ে, তার জন্যই রাজ্যের পক্ষ থেকে লকডাউন না তোলার ব্যাপারে জানিয়ে দেওয়া হল বলে মত ওয়াকিবহাল মহলের।

এমনিতেই ঘূর্ণিঝড় আমপানের তান্ডবের পর বাংলায় করোনা সংক্ৰমণ বহু গুন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তার উপর রাজ্যে ফিরে আসছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। এই অবস্থায় চালু হয়ে গেছে – বাস, অটো, ট্যাক্সি। আর তার মাঝেই যদি লোকাল ট্রেনও চালু হয়ে যায় – বাংলায় করোনা সংক্ৰমনকে বোধহয় আর ঠেকানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালাতে আগ্রহী নয়। এখন কেন্দ্র রাজ্যের এই কথা শোনার পর কি সিদ্ধান্ত নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!