এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রেকিং নিউজ: রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী?

ব্রেকিং নিউজ: রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী?


আসন্ন রাজ্যসভার ভোট, আর এবার পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন যাবেন রাজ্যসভায়। বিধানসভার অঙ্ক অনুযায়ী এই পাঁচটির মধ্যে চারটি আসনেই জয় নিশ্চিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। কিন্তু গোল বেঁধেছে পঞ্চম আসনটি নিয়ে, বিধানসভার বর্তমান চিত্র অনুযায়ী একক ক্ষমতায় ওই আসনে জেতার ক্ষমতা নেই কোনো রাজনৈতিক দলেরই। আর তাই একের পর এক অঙ্ক, জোট সম্ভাবনা ভেসে উঠছে ওই আসনটি নিয়ে। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন ওই আসনে যদি বামফ্রন্ট সীতারাম ইয়েচুরিকে প্রার্থী করে তাহলে সমর্থন দিতে আপত্তি নেই তাঁদের। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা গতকাল আলাদা আলাদা করে শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সঙ্গে মিটিং করেছেন, যাতে জোট জল্পনা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বামফ্রন্ট জানিয়েছে কংগ্রেস যদি কোনো অরাজনৈতিক মুখকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করায় তাহলে তারা সমর্থন করবে।

এরই মাঝে বিস্ফোরকভাবে কলকাতার এক সংবাদপত্রের তরফে দাবি, পঞ্চম আসনে তৃণমূল এক হেভিওয়েট প্রার্থী দিতে চলেছে, যাতে করে নিজেদের অতিরিক্ত ভোট এবং অন্যদল থেকে ‘বেসরকারিভাবে’ শাসকদলে যোগ দেওয়া বিধায়কদের ভোটে তাঁকে জিতিয়ে রাজ্যসভায় পাঠানো যায়। আর তাই বামফ্রন্টের তরফে সেই হেভিওয়েটকে আটকাতে রাজ্যের অন্যতম জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে। এর আগে সবং উপনির্বাচনেও তাঁকে বামপ্রার্থী করার কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখেনি। আর তাই রাজ্যসভাতে শেষপর্যন্ত তিনি দাঁড়াবেন কিনা সে সম্পর্কে তিনি বা বামফ্রন্ট এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া জানায় নি। এমনকি এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!