এখন পড়ছেন
হোম > অন্যান্য > চুরি গিয়েছে ব্যক্তিগত মোবাইল নাম্বার, ইমেল! ঘুম উড়তে চলেছে ৩ কোটি ভারতীয়র! আপনি সুরক্ষিত?

চুরি গিয়েছে ব্যক্তিগত মোবাইল নাম্বার, ইমেল! ঘুম উড়তে চলেছে ৩ কোটি ভারতীয়র! আপনি সুরক্ষিত?


প্রায় তিন কোটি ভারতীয় চাকরিপ্রার্থী মানুষের ব্যক্তিগত বিবরণ তথ্য চুরি হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এলো। বিষয়টি নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ভারতের সাইবার ক্রাইম এবং বিশেষজ্ঞ মহলে। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইবার গোয়েন্দা সংস্থা সাইবেল সূত্রে বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা যাচ্ছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বিনু অরোরা এই সাইবেল নামক সংস্থাটির প্রতিষ্ঠাতা।

এদিন সাইবেল এর অফিসিয়াল ব্লগের তথ্য মারফত জানা গেছে মূলত মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে ইত্যাদি শহরের চাকরিপ্রার্থী মানুষদের ব্যক্তিগত বিবরণ তথ্য চুরি গেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এই বিবরণ গুলি বর্তমানে ডার্ক ওয়েবে রাখা আছে। কার্যত এই বিবরণ গুলিকে ব্যবহার করে যে কোনো রকমের খারাপ কাজ করা যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী মূলত ডার্ক ওয়েবের মনোযোগ আকর্ষণ করার জন্যই এক রাশিয়ান এই তথ্যগুলি ফাঁস করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগেও এমন তথ্য চুরির ঘটনা ঘটেছে বহুবার। কিন্তু এইভাবে তথ্য চুরির কৌশলটির সাথে বিশেষজ্ঞরা মিল পাচ্ছেন টোকোপিডিয়া, আনক্যাডেমি, ম্যাথওয়ে এবং অন্যান্য ফাঁসের জন্য দায়ী একটি পরিচিত সাইবার ক্রিমিনাল শাইনাইহান্টারদের তথ্য চুরির ঘটনার সাথে। সাইবেলের ব্লগপোস্ট অনুযায়ী জানা গেছে ২.৩ জিবির একটি ফাইল তৈরি করা হয়েছে যার মধ্যে ওই ব্যক্তিগত বিবরণ গুলি তথ্য রয়েছে।

এমনকি এই ২.৩ জিবির ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে বলে জানানো হয়েছে এই ব্লগ পোস্টের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে এই ব্লগে জানানো হয়েছে, “সেখানে সংবেদনশীল তথ্য যেমন ইমেল, ফোন, বাড়ির ঠিকানা, যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। সাইবার অপরাধীরা বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি, কেলেঙ্কারী, এবং কর্পোরেট পরিচালনা করার জন্য এই জাতীয় তথ্যের সন্ধান করে।”

বিষয়টি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা যথেষ্ট তৎপর হয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে। কিন্তু তা সত্বেও বিষয়টি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞমহল। একসঙ্গে এত মানুষের মোবাইল ও ইমেল তথ্য চুরি যাওয়াই চিন্তা আরও বাড়ছে – কেননা আধার সংক্রান্ত বা বিভিন্ন ধরনের ওটিপি এই দুই মাধ্যমেই আসে। এদিকে মোবাইলের সিম ক্লোনিংয়ের ঘটানো বাড়ছে। ফলে, অন্য কেউ এই নাম্বারের সিম ব্যবহার করে ওটিপি বাগিয়ে নিয়ে বড়সড় ধাক্কা দিতেই পারে আমজনতাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!