এখন পড়ছেন
হোম > জাতীয় > এক কংগ্রেস বিধায়ক সহ চার বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

এক কংগ্রেস বিধায়ক সহ চার বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

এ বছরেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। তার আগে কি রাজ্যজুড়ে বিরোধী শক্তি বলে কিছু অবশিষ্ট থাকবে না? প্রশ্নটা উঠেই গেল রাজনৈতিক মহলে। একের পর এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ তো দিচ্ছিলেনই এবার তাঁদের সঙ্গ নিলেন নির্দল ও ন্যাশনালিস্ট কংগ্ৰেস পাৰ্টির বিধায়করা। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কংগ্ৰেস নেতা আলেকজান্ডার হেক, ন্যাশনালিস্ট কংগ্ৰেস পাৰ্টির সানবর শুল্লাই এবং দুই নিৰ্দল বিধায়ক জাস্টিন ডখার ও রবিনাস সিংকন মেঘালয় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে নাম লিখিয়েছেন বিজেপিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!