এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মানিকচকে বামফ্রন্টে বড় ধাক্কা, দল ছাড়লেন ৫০০ নেতা-কর্মী

মানিকচকে বামফ্রন্টে বড় ধাক্কা, দল ছাড়লেন ৫০০ নেতা-কর্মী

রাজ্য-রাজনীতিতে এখন দল ছাড়ার হিড়িক লেগেছে। আর সেই মনোভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার মালদার মানিকচকে বড় ধাক্কা খেল বামফ্রন্ট। গতকাল মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরে সিপিএম এবং সিপিআই দলের প্রায় ৫০০ কর্মী সমর্থক সরকারিভাবে দল ছাড়লেন। আর এবার লাভের গুড় ঘরে তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বলে সতাহনীয় তৃণমূল নেতৃত্ত্বের দাবি। এই দলত্যাগীদের মধ্যে সিপিএমের এক স্থানীয় পঞ্চায়েত সদস্যাও আছেন বলে শাসকদল সূত্রে জানা যাচ্ছে।
স্থানীয় তৃণমূল নেতাদের দাবি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে বামফ্রন্ট ভেঙ্গে শাসকদলে নেতা-কর্মীরা যোগদান করায়, শাসকদলের সংগঠন আরো মজবুত তো হলোই, সাথে রাজ্যে উন্নয়নের জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসকেই বিশ্বাস করা যায় সেকথা আবারো প্রমাণিত হল। যদিও স্থানীয় বাম নেতৃত্ত্ব এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, আগেই দলত্যাগী কয়েকজন ও নিজেদের লোকদের নিয়ে দলবদল নাটক অনুষ্ঠিত হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে এই নাটক আরও বেশি করে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!