হিমাচলে জিতেও মাথায় পাহাড় ভেঙে পড়লো বিজেপির জাতীয় December 18, 2017 দেবভূমিতে গেরুয়া ঝড়ে কগ্রেসকে উড়িয়ে দিয়েছে বিজেপি।ক্ষমতায় আসতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।কিন্তু এত কিছুর মধ্যেও বিষাদের সুর মিশে গেলো ,বিজেপির আনন্দে। প্রেম কুমার ধুমল যিনি ছিলেন হিমাচলের বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি এদিন তিন হাজার ভোটে হেরে গিয়েছেন৷ অন্যদিকে সুজনপুর থেকে জয়ী হয়ে আলোড়ন ফেলে দিয়েছেন কংগ্রেসের রাজেন্দ্র রানা৷ আগে দুবারের মুখ্যমন্ত্রী তথা এবারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এইভাবে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তার চাপ পড়েছে বিজেপি শীর্ষ মহলে। আর আরো বেশি বিপাকে পেয়েছেন এবার কাকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হবে তা নিয়ে। আপনার মতামত জানান -