এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > করোনা আবহে এবার পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে চাল কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের

করোনা আবহে এবার পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে চাল কেলেঙ্কারির বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের


এতদিন বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে রেশনে চাল দেওয়া নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। রাজ্য প্রশাসন বা শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের এই দাবিকে সেভাবে গুরুত্ব দেয়নি। উল্টে তাদের বক্তব্য ছিল, বিরোধীরা মিথ্যা কুৎসা অপপ্রচার করছে। কিন্তু এবার কেন্দ্রের শাসক দল তথা রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে রেশনের চাল নিয়ে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, তার পাল্টা জবাব দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

যেখানে রাজ্য এবং কেন্দ্রের চাল দেখিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। সূত্রের খবর, শনিবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া চাল দুটি থালায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে তার সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের মিনটর অভিজিৎ সিনহা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলার বিজেপি নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

অনুব্রতবাবু বলেন, “কয়েকদিন ধরে বিজেপি নেতা রাহুল সিনহা বাঁদরের মত দাঁত খিঁচিয়ে বলে যাচ্ছেন, রাজ্যে রেশন নিয়ে ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে। বাজে চাল দেওয়া হচ্ছে। এরা মিথ্যে কথা বলছে। তারা বলছেন, খাদ্যমন্ত্রীকে নাকি পদত্যাগ করতে হবে। কিন্তু কেন্দ্র যে চাল দিচ্ছে, তার গুণগতমান কি, তা আমরা দেখেছি। বীরভূমে যে চাল দেওয়া হচ্ছে, তার মান এতটা খারাপ যে, মানুষ না, গরুও ওই চাল খাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও বলেন, “ছত্রিশগড়ের রায়পুর এবং বিলাসপুর থেকে পাঠানো হয়েছে। এটা 2017-18 সালের চাল। আমরা এফসিআইয়ের ম্যানেজারকে জানিয়ে দিয়েছি, এই পচা চাল নেব না। এরা পাঁচ দিনের মধ্যে নতুন চাল দেবে বলেছে। দেখা যাক। কিন্তু এই চাল আমরা নেব না। রাজ্য সরকার যে চাল দিচ্ছে, তা উন্নত মানের। এমনকি 13 টাকা কেজির চালও রাজ্যে বিনামূল্যে দেওয়া হচ্ছে।”

আর কেন্দ্রের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে ঘিরেই এখন তৈরি হয়েছে শোরগোল। একইভাবে এই পুরনো চাল বীরভূম জেলায় কোনোভাবেই দেওয়া যাবে না বলে সেই সাংবাদিক বৈঠক থেকেই জানিয়ে দিয়েছেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সাহায্য করা হচ্ছে।

কিন্তু তা সত্ত্বেও রেশনে ব্যাপক দুর্নীতি চলছে বলে সম্প্রতি এই অভিযোগ করে রাজ্য সরকারকে কোণঠাসা করে দিয়েছিল বিজেপি নেতৃত্বরা। কিন্তু এবার বিজেপির সেই অভিযোগকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়ে কেন্দ্রের চাল এবং রাজ্যের চাল নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে কোণঠাসা করে দিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই বৈঠকে বিতর্কও কম ছিল না।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বাঁদর বলার পাশাপাশি, বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুকেও এদিন চূড়ান্ত কটু কথা শোনান তিনি। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে দিচ্ছেন, করোনা আবহে বিজেপি যেভাবে চেপে ধরছিল তৃণমূলকে, সেই চাপ কাটাতেই কি এদিন অনুব্রত মন্ডল পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!