এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ষড়যন্ত্র করে ভুল ক্যালেন্ডার ছাপিয়ে জাগো বাংলার স্টলে ঢুকিয়ে দিয়েছে: মুখ্যমন্ত্রী

বিজেপি ষড়যন্ত্র করে ভুল ক্যালেন্ডার ছাপিয়ে জাগো বাংলার স্টলে ঢুকিয়ে দিয়েছে: মুখ্যমন্ত্রী

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।কারণ নিচের ছবিটি দিয়ে বলা হচ্ছিলো যে ‘জাগো বাংলা’ এই বছর যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে ফ্রেব্রুয়ারি মাস ৩০ দিনে লেখা হয়েছে।’লিপ ইয়ার’ হলে ২৯ ফেব্রুয়ারি হতে পারে তা বলে ৩০ ফেব্রুয়ারি। এই নিয়েই শোরগোল পরে যায় সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল পন্থীরা সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করে যে বিরোধীরা ফটোশপ করে বদনাম করছে। ভুল প্রচার করছে। অন্যদিকে বিরোধীরা তৃণমূলকে ভুল বলে নানা মজাদার পোস্ট শুরু করতে থাকে। কোনটা ঠিক আর কোনটা ভুল এই নিয়ে জল্পনা ছিলই।তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন যে এই ভুল ক্যালেন্ডারটি তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ২০১৮-র ক্যালেন্ডার।ভুল করেই সেখানে ফেব্রুয়ারী মাসকে ৩০ দিনে করা হয়েছে। তবে এদিন ক্যালেন্ডারে তারিখ ভুল ছাপানো নিয়েও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে তিনি বলেন, এটা বিজেপির কাজ। ওরা ষড়যন্ত্র করে ভুল ক্যালেন্ডার ছাপিয়ে জাগো বাংলার স্টলে ঢুকিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।তবে একই বিষয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল মহাসচিবের ‘দ্বিমত’ নিয়ে প্রশ্ন উঠছেই রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!