এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দিলীপ ঘোষের সভায় দেখা মিলল না হেভিওয়েট বিজেপি সাংসদের, জল্পনা শুরু গেরুয়া শিবিরের অন্দরেই

দিলীপ ঘোষের সভায় দেখা মিলল না হেভিওয়েট বিজেপি সাংসদের, জল্পনা শুরু গেরুয়া শিবিরের অন্দরেই


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে যখন দাবি করা হচ্ছে, তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তখন দিলীপ ঘোষের সভায় বিজেপি সাংসদের অনুপস্থিতি জল্পনা বাড়িয়ে দিল গেরুয়া শিবিরের অন্দরমহলে। সূত্রের খবর, শুক্রবার গোপালনগরে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এই সভায় উপস্থিত থাকতে দেখা যায়নি বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। যার ফলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, তাহলে কি এই বিজেপি সাংসদের সঙ্গে দলের দূরত্ব বাড়তে শুরু করেছে! তাই দিলীপ ঘোষ সভায় উপস্থিত থাকলেও, অনুপস্থিত থাকেন শান্তনু ঠাকুর? তিনি কি অনুপস্থিত থেকে কোনো বার্তা দিতে চাইলেন! একাংশের দাবি, নাগরিকত্ব আইন প্রয়োগ না হওয়া নিয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পেয়েছে শান্তনু ঠাকুরের। আর এদিন জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে সেই শান্তনুবাবু সভায় অনুপস্থিত থেকে নতুন করে জল্পনা সৃষ্টি করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বনগাঁ শহরের সরকারি বাংলোতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শুক্রবার প্রাতঃভ্রমণে বের হন তিনি। কিন্তু সেখানে অনুপস্থিত থাকতে দেখা যায় বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে। আর এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি মতুয়াদের নেতা, সঙ্ঘাধিপতি। স্বাভাবিকভাবে উনি ওনার কমিউনিটির কাজ করছেন। পার্টির মিটিং যখন হয় সাংসদদের, তখন উনি আসেন। ভোট আসছে, আবার কাজে লাগবেন।”

তবে মুখে দিলীপ ঘোষ যে কথাই বলুক না কেন, কোথাও যে একটা দূরত্ব এই বিজেপি সাংসদের সঙ্গে দলের মূল নেতৃত্বের তৈরি হয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তাই বিজেপির রাজ্য সভাপতি আসলেও দলের সাংসদ হওয়া সত্বেও সেখানে অনুপস্থিত থাকলেন শান্তনু ঠাকুর বলে দাবি একাংশের। এদিকে বিজেপি মতুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে নানা সভা-সমিতি করলেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “মতুয়ারা এদেশের ভোটার। তারা ইতিমধ্যেই এদেশের নাগরিক।” অন্যদিকে এই ব্যাপারে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। পাট্টা পাওয়া মানেই নাগরিকত্ব পাওয়া।”

অর্থাৎ বিজেপি যখন মতুয়াদের সমর্থন পেতে উদ্যত তখন পাল্টা তৃনমূলের পক্ষ থেকে মতুয়ারা ইতিমধ্যেই দেশের নাগরিক বলে দাবি করা হচ্ছে। তবে এই সমস্ত কিছুর মাঝে সব থেকে বেশি জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছেন, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যেভাবে তিনি দলের সভায় অনুপস্থিত থাকলেন, তাতে তার ভবিষ্যত রাজনৈতিক পন্থা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!