এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য-সরকারের তদন্তকারী দল সাহায্য করছে না সারদা-রোজভ্যালি তদন্তে, জমা পড়ল অভিযোগ

রাজ্য-সরকারের তদন্তকারী দল সাহায্য করছে না সারদা-রোজভ্যালি তদন্তে, জমা পড়ল অভিযোগ

আগামী বছর লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য সারদা-রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ড দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। এবার সিবিআই নির্দেশ দিলো সারদা-রোজভ্যালি তদন্তে প্রয়োজনীয় সব নথির তালিকা তৈরী করে ৭ দিনের মধ্যে তা দিল্লীকে জানাতে হবে । বিশেষ তদন্তকারী দল (সিট) এই কান্ডের তদন্তে প্রয়োজনীয় সাহায্য করছেনা এই মর্মে অভিযোগ উঠেছে। সিবিআই সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে , তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে এবার থেকে আইন বিষয়ক পরামর্শকারী সেলকে জানিয়েই সব কাজ করতে হবে। একই নিয়ম নারদার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। উল্লেখ্য, সিবিআই কর্তা রাকেশ আস্থানার ব্যাক্তিগত অসন্তোষের জেরে কয়েকদিন আগেই বদলি করা হয়েছে নারদকাণ্ডের তদন্তকারী অফিসার অভয় সিং-কে। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে তদন্তকারী দলের মধ্যে,  নারদ তদন্ত সংক্রান্ত তথ্য নিয়ে মতবিরোধ হয় । আর এই মতবিরোধের জেরে তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। দিল্লির কোনও আইপিএস অফিসার অভয় সিং-এর পদে স্থলাভিষিক্ত হবেন বলে জানা গিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!