এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট নির্বাচন নিয়ে সামনে এল নিউজ নেশনের সমীক্ষা

গুজরাট নির্বাচন নিয়ে সামনে এল নিউজ নেশনের সমীক্ষা


গুজরাট নির্বাচন নিয়ে সামনে এল নিউজ নেশনের সমীক্ষা, আর সেই সমীক্ষায় দেখা যাচ্ছে গুজরাট জুড়ে বইতে চলেছে বিজেপি ঝড়। ২২ বছর ধরে ক্ষমতা সামলেও আগামী ৫ বছরের জন্য আবারো সেই একই দায়িত্ত্ব পেতে চলেছে বিজেপি। ওই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে গুজরাত ভোটে বিজেপি পেতে পারে সম্ভাব্য ১৩১-১৪১ টি আসন, অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩৭-৪৭ টি আসন। এমনকি প্রাপ্ত ভোট শতাংশের হিসাবেও বিরোধী কংগ্রেস জোটকে বহু যোজন দূরে ফেলে দিতে চলেছে বিজেপি। ওই সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট, আর সেখানে বিরোধী কংগ্রেস জোট পেতে পারে মাত্র ৩৭ শতাংশ ভোট, আর অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৪ শতাংশ ভোট। ওই সমীক্ষায় গুজরাটের অঞ্চল অনুযায়ীও সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে –

কচ্ছ-সৌরাষ্ট্র
মোট আসন – ৫৪টি
বিজেপি পেতে পারে – ৪৫ টি
কংগ্রেস পেতে পারে – ৮ টি
অন্যান্যরা পেতে পারে – ১ টি

মধ্য গুজরাত
মোট আসন – ৪০টি
বিজেপি পেতে পারে – ২৩ টি
কংগ্রেস পেতে পারে – ১৫ টি
অন্যান্যরা পেতে পারে – ২ টি

উত্তর গুজরাত
মোট আসন – ৫৩টি
বিজেপি পেতে পারে – ৪৩ টি
কংগ্রেস পেতে পারে – ১০ টি
অন্যান্যরা পেতে পারে – ০ টি

দক্ষিণ গুজরাত
মোট আসন – ৩৫টি
বিজেপি পেতে পারে – ২৫ টি
কংগ্রেস পেতে পারে – ৯ টি
অন্যান্যরা পেতে পারে – ১ টি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!