এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘আম খেতে গেলে মুকুল ঝরালে হবে না’! অনুব্রতর গলায় ভিন্ন সুর শুনে জল্পনা শাসকদলের অন্দরেই!

‘আম খেতে গেলে মুকুল ঝরালে হবে না’! অনুব্রতর গলায় ভিন্ন সুর শুনে জল্পনা শাসকদলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক দলগুলি আরো শক্তিশালী হচ্ছে। তবে এ ব্যাপারে সবার আগে এগিয়ে আছে রাজ্যের গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে ততই রাজ্যের গেরুয়া শিবির নিজেদের সংগঠনকে আরো পোক্ত করে তুলছে। অন্যদিকে রাজ্যের শাসক শিবির অর্থাৎ তৃণমূল বর্তমানে একদিকে যেমন দুর্নীতির অভিযোগে কোণঠাসা হচ্ছে, তেমনি অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাঁদের নাজেহাল অবস্থা।

এই অবস্থায় বিভিন্ন জায়গায় তৃণমূলের উচ্চ শিবির থেকে দেওয়া হচ্ছে কড়া বার্তা। ঠিক সেভাবেই এবার খয়রাশোলে বার্তা দিলেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। তবে এদিন দেখা গেছে, খয়রাশোলে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের গলায় সুর অনেক নরম। কিন্তু এদিন তিনি নরমে-গরমে মুকুল রায়কে রীতিমত কটাক্ষ করেছেন বলে জানা গেছে। তার সঙ্গে 2021 এর নির্বাচনে টিকে থাকতে গেলে দলীয় কর্মীদের আশু কর্তব্য কী, তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

সম্প্রতি খয়রাশোলে মন্তব্য রাখতে গিয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বিজেপির মুকুল রায় সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে। তাঁর কথায়, দলকে সর্বাগ্রে রাখতে হবে। দল থেকে চলে গেলে সেই ব্যক্তির আর কোন দাম থাকে না। যদিও রাজনৈতিক মহলের অন্দরে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র দ্বন্দ্ব। কারণ রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেই রাজ্যজুড়ে বিজেপির নতুন হাওয়া শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা নির্বাচনে দেখা গেছে, বিজেপি 18 টি সিট নিয়ে ব্যাপকভাবে জয়লাভ করেছে রাজ্যে। তাই ‘আম খেতে গেলে মুকুল ঝরালে হবে না’! বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন অনুব্রত মণ্ডল পরিষ্কার জানিয়ে দেন, দুর্নীতি বন্ধ না করলে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে দলীয় নেতা কর্মীদের। এর সঙ্গে তিনি গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার উদ্দেশ্যে বলেন, পারস্পরিক বিরোধ মিটিয়ে একসঙ্গে চলতে হবে এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে।

তবে মুকুল রায় প্রসঙ্গে অনুব্রত মণ্ডল এদিন যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে বিজেপি পাল্টা জানিয়েছে, অনুব্রত মণ্ডল এর আসল উদ্দেশ্য আম খাওয়া। তাই কর্মীদের উদ্দেশ্যে তিনি আম খাওয়ার প্রসঙ্গটি টেনে এনেছেন ইচ্ছাকৃতভাবে। অনুব্রত মন্ডলের মুকুল রায়কে নিয়ে মন্তব্যের ফলে বিজেপি শিবির থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বর্তমানে তৃণমূলের সমস্ত নেতাই যথেষ্ট সাবধানী হয়ে উঠেছেন।

দুর্নীতি নিয়েও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে শাসক দলে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের ভেতরে ঘুণপোকার মতন বাস করতে শুরু করেছে গোষ্ঠীদ্বন্দ্ব। অতএব গোষ্ঠীদ্বন্দ্ব যদি একেবারে না বন্ধ হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি শাসক দলের জন্য আরও দুর্বিষহ হবে সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে দলীয় সুপ্রীমো থেকে দলের উচ্চসারির নেতারা বারংবার গোষ্ঠীদ্বন্দ বন্ধ করার আর্জি জানিয়ে আসছেন, তবে তাতে কাজ যে হয়নি সেকথা স্পষ্ট এতদিনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!