এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আবার চীন ভারতের ঠান্ডা যুদ্ধ, সৌজন্যে অরুণাচল প্রদেশ

আবার চীন ভারতের ঠান্ডা যুদ্ধ, সৌজন্যে অরুণাচল প্রদেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বারবার চীনের সঙ্গে ভারতের সীমানা সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে। এর আগে লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে ব্যাপক বিরোধ তৈরি হয়েছিল চীনের। নিজের সীমানা থেকে ভারত চীনকে দূরে রাখতে চাইলেও চীন কিন্তু কোনভাবেই দূরে যাচ্ছেনা। বরঞ্চ নিজেদের ইচ্ছামত তাঁরা ভারতের সীমান্তে কাজকর্ম করে চলেছে। এবার অরুণাচল প্রদেশের পনেরোটি জায়গার নাম বদলে নিজেদের ম্যাপে বেজিং প্রকাশ করেছে। আর এই ঘটনা সামনে আসার সাথে সাথে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অন্যদিকে ভারতও চুপ করে বসে নেই। তাঁরাও চীনকে এ ব্যাপারে কড়া বার্তা দিয়েছে বলে জানা যাচ্ছে।

অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে পরিচিত। তার নাম বদলে সত্যি বদলানো যাবেনা বলে দাবি করেছে ভারত। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোর দিকে বরাবরই বেজিংয়ের। তাই এবার ভারতের অধিকৃত জায়গার নাম বদলে নিজেদের ম্যাপের অংশ হিসেবে সামনে আনল চীন। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইল বেজিং। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে 22457 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের অধীনে।

প্রথম থেকেই অরুণাচল সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের একটা বিরোধ চলছে। এবং যতদিন যাচ্ছে সে বিরোধিতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। অরুণাচলের 15 টি অঞ্চলের নাম বদলে দেওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের নাম বদলে দিলেও সত্য বদল হবেনা। অরুণাচল প্রদেশ প্রথম থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের সঙ্গেই থাকবে বলে চীনকে কড়া বার্তা দেওয়া হল। লাদাখ নিয়ে চীন এবং ভারতের উত্তেজনা তৈরি হয় যখন, সে সময় মার্কিন প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়।

এবং দাবি করা হয় অরুণাচল সীমান্তের দশটি গ্রাম কিন্তু চীন অধিগ্রহণ করে নিয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে পুরো ব্যাপারটি অস্বীকার করা হয়েছিল। লাদাখ সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে ব্যাপক বিরোধিতা যখন চলছে, তার মধ্যেই অরুণাচল প্রদেশের 15 টি অঞ্চলের নাম বদলে দেওয়া কার্যত মার্কিন প্রদেশের স্যাটেলাইট ইমেজের দিকেই ইঙ্গিত করছে। এই পরিস্থিতিতে ভারত সরকার নিজেদের সীমানা বাঁচাতে কি ব্যবস্থা গ্রহণ করবে, তাই নিয়ে চলছে ব্যাপক আলোচনা আন্তর্জাতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!