এখন পড়ছেন
হোম > অন্যান্য > মোহনবাগানের জয়যাত্রা অব্যাহত! ফুটবলের পর ক্রিকেটেও ইস্টবেঙ্গলকে উড়িয়ে ডার্বি জয় সবুজ-মেরুনের

মোহনবাগানের জয়যাত্রা অব্যাহত! ফুটবলের পর ক্রিকেটেও ইস্টবেঙ্গলকে উড়িয়ে ডার্বি জয় সবুজ-মেরুনের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি খেলা ছিল আইএসএলের প্রথম ডার্বির। যেখানে দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে চিরকালীন আবেগকে নাড়া দেওয়া ইস্টবেঙ্গল আর মোহনবাগান। অন্যদিকে, এবছরই যেখানে এসসি ইস্টবেঙ্গল নতুন করে আইএসএলে অংশগ্রহণ করেছে, সেখানে দুই যুযুধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই উপভোগ করার জন্য একটু বেশীই উত্তেজিত ছিল দর্শকমহল।

যদিও এখানেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করতে দেখা গেছে এটিকে মোহনবাগানকে। দলের রয় কৃষ্ণ এবং মনবীরের গোলে ২–০ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে তাঁদের কাছে। আর ঠিক এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই ক্রিকেটের ডার্বিতেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল ক্লাব।

শনিবার CAB ‌আয়োজিত বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগের ম্যাচে মাত্র ১ রানে জয় ছিনিয়ে নিতে দেখা গেছে মোহনবাগানকে। যেখানে সায়ন ঘোষের শেষ ওভারে দুরন্ত বোলিংকেই সবুজ–মেরুনের এই কাঙ্খিত জয়টি এনে দেওয়ার নেপথ্যে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে দলের জয়ে রীতিমতো উচ্ছ্বসিত হতে দেখা গেছে মোহনবাগান সমর্থকদের।

জানা গেছে, এদিন হাঁটুর চোটের কারণে মনোজ তিওয়ারিকে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যায়নি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন অনুষ্টুপ মজুমদার। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে আসতে দিন মোহনবাগান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২১ রান পকেটে পোরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করতে দেখা যায় অধিনায়ক অনুষ্টুপ মজুমদারকে। এদিন তিনি ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেন। এছাড়া দলের বিবেক সিং ৪৪ বলে ৪১ রান করেন। এখানে অবশ্য বলতে গেলে ইস্টবেঙ্গল বোলারদের মধ্যে কণিষ্ক তিনটি এবং অমিত ও অর্ণব একটি করে উইকেট পেয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে ইস্টবেঙ্গল এরপর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে এক রান কমে নিজেদের ইনিংস থামায়। সেখানে আট উইকেটে ১২০ রান তুলতে দেখা যায় তাঁদের। এখানে অবশ্য দলের হয়ে সর্বোচ্চ রান করেন সায়ন মণ্ডল। এদিন তিনি ৫২ রান করে অপরাজিত হন।

তবে ক্রীড়া বিশেষজ্ঞদের কথায়, শেষ ওভারে তাঁদের ব্যাটিংয়ের কারণেই এরা এদিন দলকে জেতাতে পারেননি। অন্যদিকে মোহনবাগানের হয়ে শেষ ওভারে দুরন্ত বোলিং করতে দেখা গেছে সায়ন ঘোষকে। তবে দেখতে গেলে এদিন দলের সেরা বোলিং করেন ঋত্বিক।

এদিন মাত্র ছ’‌রান দিয়ে তিনি তিনটি উইকেট নেন। এছাড়া আকাশদীপ পান দু’‌উইকেট। তবে এখানে পরপর জয়ে যেমন মোহনবাগান সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইছে, সেখানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি ডার্বিতে হারায় মুষড়ে পড়তে দেখা গেছে লাল–হলুদ সমর্থকদের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!