এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আবারও গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস, অমিত শাহের সভায় হেনস্থা স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতার

আবারও গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস, অমিত শাহের সভায় হেনস্থা স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েকদিন ধরে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে শুরু হয়েছে চাপানউতোর রাজনৈতিক মহলে। 2019 এর লোকসভা নির্বাচনের পর বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে প্রবেশ করেন। দীর্ঘদিন বেশ ভালই চলছিল। কিন্তু তাল কাটল যখন বিধানসভার অলিন্দে বিশ্বজিৎ দাস মমতা ব্যানার্জির সাথে কিছুক্ষণ সময় কাটালেন। যথারীতি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজিতের দলবদলের অনুমান প্রাধান্য পেতে শুরু করে।

অন্যদিকে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, বনগাঁ অঞ্চলের গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের কথা। মূলত সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিধায়ক বিশ্বজিৎ দাসের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে বলে শোনা যাচ্ছে। আর সেই ঘটনা আরও মান্যতা পেয়েছে, হখন প্রকাশ্যে এসেছে, গতকাল ঠাকুরনগরের ঘটনা। সূত্রের খবর, গতকাল দীর্ঘ টালবাহানার পর অমিত শাহের সভার আমন্ত্রণ পেয়েও সভায় ধুকতে বাধা পেলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। দীর্ঘক্ষণ আটকে থেকে উপায়ান্তর না দেখে বিশ্বজিৎ শুভেন্দু অধিকারির সাথে যোগাযোগ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং শুভেন্দু শান্তনু ঠাকুরের সাথে কথা বলে বিশ্বজিতের সভায় ঢোকার ব্যবস্থা করে দেন। যথারীতি এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠছে, এরকম ঘটনা ঘটার কারণ কি? স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের অনেকেই অনুমান করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের কারণেই বিশ্বজিৎকে এতটা হেনস্থা হতে হলো। গতকাল অমিত শাহের সভায় আমন্ত্রণ পাওয়া সত্বেও বিশ্বজিৎ দাসের সহজে সেখানে ঢুকতে না পারা যথারীতি আবারও গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নিয়ে এলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বনগাঁ অঞ্চলের গেরুয়া শিবিরের অনেকেই কানাঘুষো বলছেন, বিশ্বজিৎ এর সঙ্গে যা ঘটলো তার পেছনে দায়ী শান্তনু ঠাকুর। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বিশ্বজিতের এই হেনস্থায় বনগাঁ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু হয়ে পড়ল। বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা যে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করবে, সে কথা বলাইবাহুল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত অবশ্য বিধায়ক বিশ্বজিৎ দাস কিংবা শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!