এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের এই পর্যায়ে এসে শাসকদলের মুশকিল আসনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েতের এই পর্যায়ে এসে শাসকদলের মুশকিল আসনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী নিয়ে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পুরুলিয়াতে এত বেশি সংখ্যক গোঁজ প্রার্থী দাঁড়িয়েছেন যে অবস্থা সামাল দিতে হিমশিম অবস্থা পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর। সূত্রের খবর, পুরুলিয়াতে গ্রাম পঞ্চায়েতের ১৯৪৪ টি আসনে ২৩৭৩ টি, পঞ্চায়েত সমিতির ৪৪৬টি আসনে ৬৯২ টি এবং জেলা পরিষদের ৩৮ টি আসনে ৭৮ টি মনোনয়ন তৃণমূলের হয়ে জমা পড়েছে। ইতিমধ্যেই দলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দল যাঁদের প্রার্থী হিসাবে বাছাই করেছে প্রতীক পাবেন তাঁরাই। আর তাই বিক্ষুব্ধরা যেন অবিলম্বে মনোনয়ন তুলে নেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু জেলা সভাপতির এই কড়া বার্তার পরেও বরফ খুব একটা গলেনি বলেই সূত্রের খবর। অনেকেই জানিয়ে দিয়েছেন, ভালো কাজ করেও শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে টিকিট মিলছে না। তাই দল পাশে না থাকলে, সেক্ষেত্রে নির্দল হয়েই নির্বাচনে লড়তে চান তাঁরা। আর এর ফলে তীব্র অস্বস্তিতে শাসকদলের শীর্ষনেতৃত্ত্ব। আশঙ্কা, দলেরই এই ভোট কাটাকাটিতে না অন্যদল ফায়দা তুলে বেরিয়ে যায়। এই অবস্থায়, পুরুলিয়া তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ত্ব তাকিয়ে দলের অঘোষিত দুনম্বর নেতা তথা জেলার পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁদের আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে বার্তা দিলে অবস্থা অনেকটা সামলানো যাবে। এমনিতেই তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পুরুলিয়াতে এসে একাধিক প্রচার সভা করার কথা ছিল, কিন্তু আইনি জটে নির্বাচনী প্রক্রিয়া থমকে যাওয়াতে আপাতত তা স্থগিত, কবে হবে সেই সভাগুলি সেই নিয়ে এখনো কোনো নির্দেশ নেই জেলা নেতৃত্ত্বের কাছে। আর তাই সবমিলিয়ে পঞ্চায়েতে পুরুলিয়ায় গোঁজ-কাঁটা তুলে ফেলতে সবার আস্থার নাম অভিষেক ব্যান্ডওয়াপধ্যায় হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!