বিজেপিকে যারা আক্রমণ করবে তাদের ‘অনাথ’ করে দেবার হুমকি দিলেন দিলীপ ঘোষ বিশেষ খবর রাজ্য April 22, 2018 রাজনৈতিক প্রচারে গিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বনগাঁয় বিজেপির জনসভা থেকে তিনি বলেন, বিজেপিকে যারা আক্রমণ করবে – তার স্ত্রী সন্তানরা অনাথ হবে। তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করতে গিয়ে নাম না করে বলেন, তোমরা যে ভাষায় কথা চাইছ সে ভাষায় কথা বলব। আর এরপরেই তিনি বিতর্কিত ‘অনাথ’ মন্তব্যটি করেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলার একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হবে। আপনার মতামত জানান -