এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে স্বস্তি মিললো রাখি পূর্ণিমার দিনে, কিছুটা সস্তা হল জ্বালানি

অবশেষে স্বস্তি মিললো রাখি পূর্ণিমার দিনে, কিছুটা সস্তা হল জ্বালানি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক মাসেরও বেশি সময় ধরে একনাগাড়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এরপর আজ পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমলো। আজ পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে লিটার প্রতি ২০ থেকে ১৫ পয়সা কমেছে। অন্যদিকে ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২০ থেকে ১৮ পয়সা। তবে এরপরও পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম এখনও সেঞ্চুরিতেই রয়েছে।

আজ কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটার ১০১ টাকা ৯৩ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটার ৯২ টাকা ১৩ পয়সা। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৬৪ পয়সা, মুম্বাইতে এর দাম ১০৭ টাকা ৬৬ পয়সা। শুধুমাত্র চেন্নাইতে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে রয়েছে। যেখানে পেট্রোলের দাম ৯৯ টাকা ৩২ পয়সা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, একনাগাড়ে ৩৫ দিন ধরে ক্রমাগত বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল। তবে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। তাই দেশের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম কমবে বলে, আশা করছেন অনেকে।

আজ রাখি পূর্ণিমার দিন পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। তা যৎ-সামান্য হলেও অনেকেই আশাবাদী বিষয়টি নিয়ে।
করোনা সংক্রমণ কালে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যাপক মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। জ্বালানির দাম কবে কমবে? সেদিকেই নজর রয়েছে দেশের আপামর জনতার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!